ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ. আফ্রিকা-ভারত দ্বিতীয় ওয়ানডে আজ, ধোনির সামনে দুটি অর্জনের হাতছানি

এবি’র পর নেই ডুপ্লেসিসও

প্রকাশিত: ০৪:২৬, ৪ ফেব্রুয়ারি ২০১৮

এবি’র পর নেই ডুপ্লেসিসও

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি জর্জরিত দক্ষিণ আফ্রিকা আজ ভারতের সঙ্গে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে। প্রথম ম্যাচে হারের পর এমনিতে চাপে স্বাগতিকরা। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন বড় তারকা এবি ডি ভিলিয়ার্স। এবার তাকে অনুসরণ করলেন ফ্যাফ ডুপ্লেসিস। আগের ম্যাচে দল হারলেও দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। সিরিজের বাকি ম্যাচগুলো ও টি২০তে এইডেন মার্করাম নেতৃত্ব দিতে পারেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের ইঙ্গিত। যদিও শনিবার এ রিপোর্ট লেখার সময় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএ) পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। ওদিকে ওয়ানডেতে ১০ হাজার রান ও উইকেটরক্ষক হিসেবে ৪ শ’ ডিসমিসালের রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় তারকা মহেন্দ্র সিং ধোনি। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দুইটায়। টেস্ট সিরিজে (২-১এ জয়) দাপট দেখিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওয়ানডে সিরিজের শুরুটা হয় হার দিয়ে। তার সঙ্গে আবার যোগ হলো এবি ডি ভিলিয়ার্স ও অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিসের এই ইনজুরি। যে কারণে চলতি সিরিজ থেকেই ছিটকে গেলেন এ ডানহাতি। আঙ্গুলে চোট পেয়েছেন ডুপ্লেসিস। সেটাই শেষ পর্যন্ত কাল হয়েছে তার জন্য। চলতি সিরিজের বাকি পাঁচটি ওয়ানডে ছাড়াও টি২০তেও তাকে দলে পাবে না প্রোটিয়ারা। সুস্থ হয়ে মাঠে ফিরতে ৩ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে আঙ্গুলের চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই ছিটকে যান এবি ডি ভিলিয়ার্স। ধারণা করা হচ্ছে তিনটি ওয়ানডে খেলতে পারবেন না তিনি। ফিরতে পারেন চতুর্থ ম্যাচে। ডুপ্লেসিসের চোটের কারণে বিকল্প খেলোয়াড় হিসেবে প্রোটিয়া স্কোয়াডে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ফারহান বেহারদিয়েন। পাশাপাশি রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে দলে ডাকা হয়েছে হেনরিক ক্লাসেনকে। দলে আছেন হাসিম আমলা, ডেভিড মিলারের মতো অভিজ্ঞ ক্রিকেটার। তবে ২০১৯ বিশ্বকাপ ও ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ মার্করামকে নেতৃত্ব দেয়া হতে পারে। ওদিকে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি। আজ আর ৯৮ রান করতে পারলেই চতুর্থ ভারতীয় হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রান করার মাইলফলক স্পর্শ করবেন সাবেক অধিনায়ক। তার আগে গ্রেট শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড় ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। সবমিলিয়ে ওয়ানডে ইতিহাসে মাত্র ১২ জনের রয়েছে এমন কৃতিত্ব। বর্তমানে ধোনির রান ৯৯০২। যার মধ্যে ১৭৪টি রান এসেছে এশিয়া একাদশের হয়ে খেলে। পাশাপাশি গ্লাভস হাতে যদি আর ২টি ডিসমিসাল করতে পারেন তাহলে ওয়ানডে ইতিহাসের মাত্র চতুর্থ উইকেটরক্ষক হিসেবে ৪০০ ডিসমিসাল করার কৃতিত্ব দেখাবেন ধোনি। তার আগে কুমার সাঙ্গাকারা, এ্যাডাম গিলক্রিস্ট ও মার্ক বাউচার চার শতাধিক ডিসমিসাল করেছেন। বর্তমানে ধোনির ডিসমিসালের সংখ্যা ৩৯৮টি (২৯৩ ক্যাচ ও ১০৫ স্টাম্পিং)। এর মধ্যে ৩টি ক্যাচ ও ৩টি স্টাম্পিং তিনি করেছেন এশিয়া একাদশের হয়ে।
×