ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে এনফিল্ডে আজ লিভারপুলের মুখোমুখি টটেনহ্যাম হটস্পার

দুই দলেরই লক্ষ্য এক

প্রকাশিত: ০৪:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮

দুই দলেরই লক্ষ্য এক

স্পোর্টস রিপোর্টার ॥ অর্ধেকেরও বেশি সময় পার হয়ে গেছে মৌসুমের। এই মুহূর্তে দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে ম্যানচেস্টার সিটি। অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পেপ গার্ডিওলার দল। এর ফলে লীগ টেবিলের বাকি দলগুলোর লক্ষ্য এখন শীর্ষ চারে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের টিকেট নিশ্চিত করা। সেই লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। এনফিল্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী স্পার্শদের আতিথ্য দিবে জার্গেন ক্লপের দল। এই মুহূর্তে লীগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে লিভারপুল। ২৫ ম্যাচ থেকে ১৪ জয়ের সৌজন্যে তাদের দখলে এখন ৫০ পয়েন্ট। তাদের সমান ৫০ পয়েন্ট নিয়ে ঠিক ঘাড়েই নিঃশ্বাস ফেলছে চেলসি। আর পাঁচে রয়েছে টটেনহ্যাম হটস্পার। যে কারণেই স্পার্শদের জন্য এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। তবে জার্গেন ক্লপের কাছেও এই ম্যাচটার গুরুত্ব অন্যরকম। তার কাছে এটা ছয় পয়েন্টের এক ম্যাচ। শুক্রবার নিজের মুখেই স্বীকার করেছেন তা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পয়েন্ট টেবিলেই বিষয়টা খুব সুস্পষ্ট। পরিষ্কার বলে দেয় আমাদের লক্ষ্যটা কী? এই মৌসুমটা কোথায় থেকে শেষ করতে চাই আমরা? সেক্ষেত্রে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ম্যাচ আসলে ছয় পয়েন্টের!’ সদ্য সমাপ্ত জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেও বাজিমাত করেছে লিভারপুল। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার কাছে রেকর্ড পারিশ্রমিকে বিক্রি করেছে ফিলিপে কুটিনহোকে। টটেনহ্যাম হটস্পার শেষদিনে প্যারিস সেন্ট জার্মেই থেকে নিয়ে এসেছে লুকাস মৌরাকে। দলবদলের শেষদিকে আলোচনায় ছিল আর্সেনালও। ক্লাব রেকর্ড চুক্তিতে দলে ভেড়ায় পিয়েরে-এমেরিক অবামেয়াংকে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে বুধবার ৫৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনালে যোগ দেন অবামেয়াং। আর্সেনাল আশা করছে ডর্টমুন্ডের সাবেক সতীর্থ হেনরিক মাখিটারিয়ানের সঙ্গে নিজেকে মেলে ধরবেন অবামেয়াং। গত মাসে এ্যালেক্সিস সানচেজের বিনিময় চুক্তি হিসেবে ওল্ডট্র্যাফোর্ড থেকে আর্সেনালে যোগ দেন মাখিটারিয়ান। হঠাৎ করেই জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোতে ব্যস্ত হয়ে ওঠা আর্সেনাল থেকে মিডফিল্ডার অলিভার জিরুডও দলবদলের শেষ দিনে চেলসিতে যোগ দেন। এদিকে আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন জার্মান প্লেমেকার মেসুত ওজিলও। নবায়নকৃত চুক্তি অনুযায়ী আরও তিন বছর তারকা এই প্লেমেকার গানারদের সঙ্গে থাকছেন। ২৯ বছর বয়সী ওজিল নিজের ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আরও তিন বছর আর্সেনালের সঙ্গেই আছি। ফুটবলীয় ক্যারিয়ারে এটা আমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এ কারণেই আমাকে অনেক গভীরভাবে চিন্তা করতে হয়েছে। আমার সঙ্গে যারাই ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত তাদের সকলের সঙ্গেই আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ভাল কিছু সিদ্ধান্ত নিতে হলে তাতে সময় লাগে। অবশেষে আমি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। আগেও যেমন বলেছি সবসময়ই আমি এখানে নিজের ঘরের অনুভূতি পাই। আগামী কয়েক বছরে এই ক্লাবকে আরও কিছু দিতে মুখিয়ে আছি।’ এক বিবৃবিতে আর্সেনালের পক্ষ থেকে বলা হয়েছে, ওজিলের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে পেরে আর্সেনাল বেশ খুশি। ২০১৩ সালে ওজিল যোগ দেবার পর থেকে মেসুত তিনটি এফএ কাপ শিরোপা জিতেছে। ১৮২ ম্যাচে করেছেন ৩৬টি গোল, সহযোগিতা করেছেন ৬১টিতে। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে ক্লাব রেকর্ড ৪২.৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ওজিল আর্সেনালে যোগ দিয়েছিলেন। যদিও গত পাঁচ বছর ধরে প্রিমিয়ার লীগের চ্যালেঞ্জ ও ২০ বছর পরে গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ থেকে গানাররা ছিটকে পড়ায় ওজিলের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।
×