ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেন্ট পিটার্সবার্গে থামলেন ওজনিয়াকি

প্রকাশিত: ০৪:২৪, ৪ ফেব্রুয়ারি ২০১৮

সেন্ট পিটার্সবার্গে থামলেন ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে থেমে গেল ক্যারোলিন ওজনিয়াকির জয়রথ। সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন তিনি। শুক্রবার তাকে থামিয়ে দেন রাশিয়ার দারিয়া কাসাতকিনা। স্বাগতিক দেশের প্রতিভাবান খেলোয়াড় কাসাতকিনা এদিন ৭-৬ (৭/২) এবং ৬-৩ গেমে হারান ডেনমার্কের এই টেনিস তারকাকে। অথচ গত সপ্তাহেই ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পান ক্যারোলিন ওজনিয়াকি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা রোমানিয়ার সিমোনা হ্যালেপকে পরাজিত করে অসামান্য এই কীর্তি গড়েন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার তারকা। ক্যারোলিন ওজনিয়াকি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এদিন জয়ের স্বাদ পান টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচ, জার্মানির জুলিয়া জর্জেস এবং চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। মাদেনোভিচ এদিন কঠিন লড়াইয়ের পর পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভাকে। জার্মানির পঞ্চম বাছাই জুলিয়া জর্জেস জয় তুলে নেন এলিনা রিবাকিনার বিপক্ষে। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো এবং দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। তবে শেষের হাসিটা কেভিতোভাই হাসলেন। খুব সহজেই এদিন তিনি পরাজয়ের লজ্জা উপহার দেন লাটভিয়ার ওস্টাপেঙ্কোকে। তবে সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টে সবারই নজর ছিল ক্যারোলিন ওজনিয়াকির ওপর। কেননা গত সপ্তাহেই যে অস্ট্রেলিয়ান ওপেনে বাজিমাত করেন তিনি। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েই ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা নিজের শোকেসে তোলেন ড্যানিশ টেনিস তারকা। ফাইনালে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার খেলোয়াড় সিমোনা হ্যালেপকে হারিয়ে স্বপ্নের গ্র্যান্ডস্লামে চুমো খাওয়ার সৌভাগ্য হয় তার। মেলবোর্নে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ক্যারোলিন ওজনিয়াকি এতোটাই উচ্ছ্বসিত ছিলেন যে, ট্রফিটাকেও রাশিয়ায় সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি। আত্মবিশ্বাসী ওজনিয়াকি জানিয়েছিলেন, সেন্ট পিটার্সবার্গের ট্রফিটাকেও নিজের শোকেসে তুলতে। তবে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ দারিয়া কাসাতকিনাকেও ভয় পাচ্ছিলেন তিনি। যে কারণেই ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে ২৭ বছরের এই টেনিস তারকা বলেছিলেন, ‘তার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে কিন্তু আমি খুব রোমাঞ্চিত।’ শেষ পর্যন্ত তার কথাই বাস্তবতার মুখ দেখল। কঠিন লড়াই করে ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে দেন টুর্নামেন্টের অষ্টম বাছাই দারিয়া কাসাতকিনা। সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টিনা মাদেনোভিচ। শিরোপা ধরে রাখার পথে এবারও সঠিক পথে এগোচ্ছেন ফরাসী তারকা। শুক্রবার টুর্নামেন্টের চতুর্থ বাছাই ৬-৪ এবং ৬-৩ গেমে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভাকে। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নের প্রতিপক্ষ দারিয়া কাসাতকিনা। শেষ চারের লড়াইটা যে কঠিন হবে সেটা অনুমিতই। বর্তমান চ্যাম্পিয়ন নিজেও স্বীকার করেছেন তা। এ প্রসঙ্গে সিনিয়াকোভাকে হারানোর পর তিনি বলেন, ‘কোয়ার্টার ফাইনালের ম্যাচটা খুব ভাল ছিল।
×