ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রবীণ সাংবাদিক শেখ রকিব উদ্দিনের ইন্তেকাল

প্রকাশিত: ০৪:২১, ৪ ফেব্রুয়ারি ২০১৮

প্রবীণ সাংবাদিক শেখ রকিব উদ্দিনের ইন্তেকাল

প্রবীণ সাংবাদিক শেখ রকিব উদ্দিন শনিবার ভোর সাড়ে ৫টায় ঢাকার বারডেম ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। খবর বাসসর। জাতীয় প্রেসক্লাব ও এলিফ্যান্ট রোড কোয়ার্টার মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি অধুনালুপ্ত দৈনিক আজাদের চীফ রিপোর্টারের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। শেখ রকিব উদ্দিন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ইউএনবি’র বিশেষ সংবাদদাতা ছিলেন। তিনি সর্বশেষ ডেইলি ইন্ডিপেনডেন্টে কর্মরত ছিলেন। জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন শেখ রকিব উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পদ্মার পারে পালিত হলো চীনা নববর্ষ মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ ‘চীনা নববর্ষ’ পালিত হয়েছে পদ্মার পারে। শনিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কুমারভোগের বিশেষায়িত ইয়ার্ডে এই আয়োজন করা হয়। চীনা সংস্কৃতির নানা বাদ্যযন্ত্র ব্যবহার করে ছন্দে ছন্দে নিয়ে যায় বিশেষ পরিবেশে। ‘ড্রাম মিউজিক’ নামের এই অনুষ্ঠানে চীনা শিল্পীরা ১০ ইভেন্ট প্রদর্শন করে। যার প্রতিটিই ছিল আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। পদ্মাতীরটি সেজেছিল চীনা সংস্কৃতির আদলে।
×