ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের চামড়া উদ্ধার

প্রকাশিত: ০৪:২০, ৪ ফেব্রুয়ারি ২০১৮

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের চামড়া উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের চামড়া, মাথা, কাঁকড়া ও বাগদা পোনা উদ্ধার হয়েছে। ঢাকার কোস্টগার্ড সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে কোস্টগার্ডের পশ্চিম জোন খুলনা জেলার দাকোপ থানাধীন কালাবগী খাল এলাকায় অভিযান চালায়। অভিযানে দু’টি হরিণের চামড়া ও ১টি হরিণের মাথা উদ্ধার হয়। জেলার কয়রা থানাধীন জোড়শিং এলাকায় চালানো আরেক অভিযানে ৫শ’ কেজি কাঁকড়া ও ৫০ হাজার পিস বাগদা চিংড়ির পোনা জব্দ হয়। অভিযানকালে কোস্টগার্ডের উপস্থিতির বিষয়টি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। হরিণের চামড়া ও মাথা ফরেস্ট অফিসে হস্তান্তর এবং কাঁকড়া ও বাগদা পোনাগুলো স্থানীয় বনবিভাগের উপস্থিতিতে পানিতে ছেড়ে দেয়া হয়েছে। ছয় ঘণ্টা পর বাংলাদেশী জেলেদের ফেরত দিয়েছে বিজিপি বিডিনিউজ ॥ কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলি করে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী জেলেদের সাড়ে ছয় ঘণ্টা পর ফেরত পাঠিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী (বিজিপি)। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের ফেরত পাঠানো হয়েছে। নাফ নদীতে মাছ ধরার সময় সকাল ৮টার দিকে বিজিপি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়। এরা হলেন আব্দুল গফুরের ছেলে মোঃ আজিজুল্লাহ, আব্দুর শুক্কুরের ছেলে ইয়ার মোহাম্মদ, মৃত নুরুল আলমের ছেলে শাহ আলম, মৃত আব্বাস উদ্দিনের ছেলে মোহাম্মদ রফিক ও আব্দুল জলিলের ছেলে পেটান আলী। অধ্যক্ষদের শিক্ষা সমাবেশ আজ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের শিক্ষা সমাবেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবিবার সকালে অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজ অধ্যক্ষদের উদ্দেশে দেশের উচ্চশিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনাপূর্ণ ভাষণ প্রদান করবেন।
×