ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলা শেষ হচ্ছে আজ, ভাঙছে মিলনমেলা

প্রকাশিত: ০৪:১৯, ৪ ফেব্রুয়ারি ২০১৮

বাণিজ্যমেলা শেষ হচ্ছে আজ, ভাঙছে মিলনমেলা

স্টাফ রিপোর্টার ॥ অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০১৮। সব কিছু ঠিক থাকলেও ‘শৈত্যপ্রবাহ ও তীব্র শীত’ দর্শক কম আসাকে উল্লেখ্য ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে চার দিন বাড়ানো হয় মেলার সময়। আর অবশেষে ভাঙতে যাচ্ছে সেই বর্ধিত বাণিজ্যমেলা। গোটা এক মাসের বেশি সময় ধরে চলা এই মেলার প্রতিদিনই হাজারও মানুষের পদচারণায় জমজমাট ছিল মেলা প্রাঙ্গণ। আর নানা মানুষকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে মিলন মেলায়ও। আজ রবিবার ভাঙছে একমাসের বেশি সময় ধরে চলা সেই মিলন মেলা। অর্থাৎ আজই মেলার শেষ দিন। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ইতি টানা হবে মেলার। নানা ছাড় দেয়া পণ্যগুলো পেতে হুমড়ি খেয়ে বিভিন্ন স্টলে ভিড় জমায় ক্রেতারা। মানুষের সমাগম বেশ ভাল থাকলেও টিকেট কাউন্টারে সামনে ভিড় লেগে যায়নি। যদিও বিকেলে এবং সন্ধ্যায় মানুষের কারণে বেশ সরগরম অবস্থা ছিল মেলাজুড়েই। আজ মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথাও রয়েছে। এ ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাণিজ্য সচিব, ইপিবির ভাইস চেয়ারম্যানসহ এফবিসিসিআই সভাপতি ও ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। পরীবাগে দুর্ধর্ষ চুরি স্টাফ রিপোর্টার ॥ ভুয়া পরিচয়ে কাজের লোক হিসেবে এক বছর কাজ করার পর বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকার নাগরিক জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের ঢাকার পরীবাগের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে দুই নারী গৃহকর্মী। সহোদর অঞ্জনা ও বিলকিস আক্তার বৃষ্টি বাসায় থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায় বলে শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে। গত ৩১ জানুয়ারি শাহবাগ থানায় অভিযোগ করেন জসীম উদ্দিনের বাসায় বসবাসকারী তার আত্মীয় কামরুল হাসান বাবলু। অভিযোগে বলা হয়েছে, পরীবাগের এভার গ্রীন সেলিম ভাদুরী টাওয়ারের ১৩/বি নম্বর ফ্ল্যাট থেকে গৃহকর্মী হিসেবে থাকা দুই বোন বৃষ্টি (২২) ও অঞ্জনা (১৮) নগদ প্রায় ৩৫ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। তারা প্রকৃত নাম পরিচয় গোপন রেখে ওই ফ্ল্যাটে এক বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিল। তাদের পিতার নাম দিলু মিয়া। মা হাদিসা। বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের মইনোন গ্রামে।
×