ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে স্বেচ্ছাশ্রমে ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধের চেষ্টা

প্রকাশিত: ০৪:০২, ৪ ফেব্রুয়ারি ২০১৮

কুড়িগ্রামে স্বেচ্ছাশ্রমে ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধের চেষ্টা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজিবপুর উপজেলার কোদালকাটি ও ডাটিয়ারচর পুরান বাজারের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে এলাকাবাসী উদ্যোগে বাঁশের বান্ডাল নির্মাণ কাজের শুরু হয়েছে। শনিবার সকালে বন্যা মৌসুমে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনরোধে কোদালকাটি, ডাটিয়ারচর এলাকাবাসী শিক্ষক মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে গ্রামে গ্রামে গিয়ে বাঁশ ও গাছ তুলে নিজেদের অর্থে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে এই বাঁশের বান্ডাল নির্মাণ কাজ শুরু করেন।কোদালকাটি, ডাটিয়ারচর গ্রামবাসীর ভাঙ্গনকবলিত ডাটিয়ারচর পুরান বাজারের পশ্চিম পাশ থেকে কোদালকাটি পর্যন্ত এলাকা রক্ষার্থে বাঁশের বান্ডাল নির্মাণ কাজে স্বেচ্ছায় অংশ নেয় কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দসহ বিভিন্ন পেশার প্রায় ৫শ’ মানুষ। ডাটিয়ারচর পুরান বাজারসহ এলাকা রক্ষার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বক্তব্য রাখেন, নয়ারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তালেব ফকির, শিক্ষক মোঃ আমিনুর রহমান, হাজী আব্দুল বারী, ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইউসুব আলী প্রমুখ। বেলকুচিতে কম্বল বিতরণ সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ॥ বেলকুচিতে মণ্ডল গ্রুপের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বেলকুচি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বড়ধুল ইউনিয়নের সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন ম-ল গ্রুপের এমডি ও আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মোমিন মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, আব্দুর রশিদসহ দলীয় নেতৃবৃন্দ।
×