ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় সাড়ে ৩৮ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশিত: ০৪:০১, ৪ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লায় সাড়ে ৩৮ কোটি টাকার মাদক ধ্বংস

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩ ফেব্রুয়ারি ॥ কুমিল্লায় সাড়ে ৩৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ১০ বিজিবি’র আয়োজনে শনিবার দুপুরে নগরীর কুমিল্লা টাউন হল মাঠে গত ৬ মাসে বিজিবি উদ্ধারকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর আগে টাউন হল মাঠে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ও মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। বিজিবি-কুমিল্লা কোটবাড়ি সেক্টরের কমান্ডার কর্নেল জোবায়ের হাসনাতের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান, ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারওয়ার পিপিএম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মানজুরুল ইসলাম প্রমুখ। পরে টাউন হল মাঠে ফেনসিডিল, গাঁজা, হুইস্কি, বিয়ার, মদ, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট ও নেশাজাতীয় সিরাপসহ ৩৮ কোটি ৪৮ লাখ ৩ হাজার ৪০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর আগে বিজিবি সদস্য এবং বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে মাদক বিরোধী সচেতনতামূলক বিভিন্ন গান পরিবেশন করা হয়। আইইউবিএটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৭৭তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলে আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে। স্প্রিং ২০১৮ সালের সেমিস্টারে এমবিএ, বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, এগ্রিকালচারাল সায়েন্স এবং নার্সিং প্রোগ্রামে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। -বিজ্ঞপ্তি।
×