ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় দুই যুবকসহ নিহত ৭

প্রকাশিত: ০৩:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় দুই যুবকসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ বাস-মোটরসাইকেল সংঘর্ষে সাতক্ষীরায় দুই যুবক, ঠাকুরগাঁওয়ে আরোহী ও চালক, ফরিদপুরে এনজিও কর্মী, মাদারীপুরে ভ্যানচালক ও সিলেটে বৃদ্ধ নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সাতক্ষীরা সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার নওয়াপাড়ায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাপ্পী হোসেন (২৭) ও আতাউর রহমান (৩০)। তাদের বাড়ি খুলনার শেখ পাড়ায়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খুলনাগামী বাস ও সাতক্ষীরাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং অপর ঘটনায় চালক নিহত ও ৯ জন আহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনায় আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সকাল ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর আলম হরিপুর উপজেলার বীরগড় গ্রামের আঃ রহিম মাস্টারের মেজো ছেলে। এদিকে সকাল ৯টার দিকে সদর উপজেলার ২৯ মাইলে আলুবোঝাই ট্রাকের সঙ্গে বাবলু এন্টারপ্রাইজের একটি নৈশকোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িচালক নিহত অন্তত ৯ জন আহত হয়। ফরিদপুর কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাপায় এক নারী এনজিও কর্মী নিহত এবং আহত হয়েছেন তার আরেক সহকর্মী। শনিবার সকাল সোয়া আটটার দিকে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের টেপুরাকান্দি এলাকায় টেপাখোলা-সিএন্ডবি ঘাটগামী সড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই এনজিও কর্মীর নাম রিক্তা আক্তার (৩২)। তিনি ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা এলাকার আলাউদ্দীন মিয়ার মেয়ে এবং ফরিদপুর শহরের খাবাসপুরের সাইফুল ইসলাম জাফরের স্ত্রী। রিক্তা ফরিদপুর ডেভলপমন্টে এজেন্সি (এফডিএ)তে মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় আহত পান্না আক্তার (২২) ভাজনডাঙ্গা এলাকার বাসিন্দা। এফডিএর নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম বলেন, রিক্তা তার সহকর্মীকে নিয়ে সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে এফডিএর প্রধান কার্যালয়ে আসছিল। পথে খলিফা কামালের ইট-ভাঁটির সামনে সিএন্ডবি ঘাট থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে রিক্তা ঘটনাস্থলেই নিহত হন। মাদারীপুর শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট শিমুলতলা মোড়ে এক সড়ক দুর্ঘটনায় বাবুল সরদার (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। জানা গেছে, শনিবার সকালে ঘন কুয়াশার কারণে শিমুলতলা মোড়ে একটি ভ্যানের সঙ্গে অপরদিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক রাস্তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলে বাবুল সরদার মারা যায়। নিহত বাবুল সরদার রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের বজি সরদারের ছেলে। সিলেট ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। শনিবার দুপুরে নগরীর মিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফারুক মিয়া (৭০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের নোয়াহাটি গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×