ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রায়পুরে পিআইওকে গ্রেফতার করেছে দুদক

প্রকাশিত: ০৩:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০১৮

রায়পুরে পিআইওকে গ্রেফতার করেছে দুদক

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৩ ফেব্রুয়ারি ॥ রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে দুদক। শনিবার বিকেলে দুদকের রাঙ্গামাটির সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম রায়পুর থানা পুলিশের সহযোগিতায় শহরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পিতাম্বর গ্রামের নোয়াব আলীর ছেলে। এ পিআইও লংগদু উপজেলায় কর্মরত অবস্থায় সরকারী বরাদ্দকৃত অর্থ আত্মসাতের দায়ে দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক আমির হোসেন বাদী হয়ে ২০১১ ও ২০১২ সালে লংগদু থানায় তার বিরুদ্ধে দু’টি মামলা করেছিলেন। সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী আহত নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৩ ফেব্রুয়ারি ॥ নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা (বাংলাদেশ-মিয়ানমার) সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বদিউল আলম (৪৩) নামে এক বাংলাদেশী আহত হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর শেখ জানান, শনিবার দুপুরে চাকঢালা সীমান্তের ৪৩ নং পিলারের কাছে নোম্যান্স ল্যান্ডে গরু আনতে গেলে সেখানে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে সে আহত হয়। এ সময় তার দুই পা ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। বদিউল আলম জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
×