ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ফুটব্রিজ মেরামতের দাবি

প্রকাশিত: ০৩:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮

ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ফুটব্রিজ মেরামতের দাবি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গেল ভয়াবহ বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের তিস্তা নদীর খগার চরের ফুটব্রিজটি মেরামতের দাবি তুলেছে এলাকাবাসী। বন্যার পর হতে ফুটব্রিজটিসহ চরের যোগাযোগ ব্যবস্থার পথঘাট আজ ল-ভ-। এতে স্বাভাবিক চলাচলে চরবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। মঙ্গলবার এলাকাবাসী জানায় চরবাসীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের সহায়তায় ২০১৫-১৬ অর্থবছরে বেসরকারী সংস্থা পলীশ্রী রি-কল প্রকল্পের বাস্তবায়নে ও অক্সফামের অর্থায়নে ফুটব্রিজটি নির্মিত হয়। এতে ব্যয় হয় প্রায় ১২ লাখ টাকা। উজানের ঢলে কয়েক দফা বন্যার পানির তোড়ে ফুটব্রিজটি কয়েক খ-ে খ-িত হয়। ভেঙ্গে পড়ে চরবাসীর স্বাভাবিক চলাচল। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই ইউনিয়নের ঝাড়শিংহের চর ও কালীগঞ্জ গ্রামের বসবাসরত মানুষজন। গেল বন্যার ধাক্কা ছিল মারাত্বক। ফলে শুধু ফুটব্রিজটি নয় ওই সব তিস্তার চরের চলাচলের পথঘাট ল-ভ- হয়ে গেছে। নদী ভাঙ্গনে চলে যায় চরের ফসলি জমি ও জমিজিরাত বসতবাড়ি। ক্ষতিগ্রস্তরা আশ্রয় নেয় তিস্তার ডান তীর বাঁধে। বন্যার পানি নেমে যাওয়ার পর চরবাসীরা পুনরায় চরের জায়গা জমি মেরামত করে বসতঘর স্থাপন করে বসবাস করলেও পথঘাট ও ফুটব্রিজটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। আবার আসছে সামনে বর্ষাকাল। এই মুহূর্তে চরের পথঘাট ও ক্ষতিগ্রস্ত ফুটব্রিজটি মেরামত করা না হলে চরবাসীরা আরও বিপদগ্রস্ত হয়ে পড়বে বলে চরের মানুষজন আশঙ্কা করছে। পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, ব্রিজটি নির্মাণের সময় ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ২ লাখ টাকা অনুদান দেয়া হয়েছিল। আর পলীশ্রীর মাধ্যমে অক্সফাম অর্থায়ন করেছে ১০ লাখ ৭ শত ১৩ টাকা। গেল বন্যার সময় উজানের কয়েকদফা ঢলের ধাক্কা ব্রিজটি সহ্য করতে পারেনি। ফলে ওই ফুটব্রিজসহ চরের পথঘাট আজ ল-ভ- হয়ে পড়ে আছে। এ সব মেরমতে কোন বরাদ্দ না আসায় তা সংস্কার করা সম্ভব হচ্ছে না।
×