ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন নীতিমালা ...

প্রকাশিত: ০৩:৫২, ৪ ফেব্রুয়ারি ২০১৮

নতুন নীতিমালা ...

ইউটিউবের যেসব ব্লগার তাদের সাইটের সুনাম ক্ষুণœ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। চীফ এক্সিকিউটিভ সুজান ওজস্কি বলেছেন, কিছু ভিডিও ব্লগারের খুবই বাজে ধরনের আচরণ পুরো কমিউনিটির ক্ষতি করছে। এরই অংশ হিসেবে বিতর্কিত ভিডিওর পাশে যাতে কোন বিজ্ঞাপন দেখা না যায় সেটা নিশ্চিত করতে এলগরিদম ব্যবহার করা হচ্ছে। -বিবিসি কফি তৈরি করল রোবট! জাপান নতুন একটি রোবট ক্যাফে তৈরি করেছে। যেখানে কাস্টমারদেরকে কফি তৈরি ও সার্ভ করার কাজটি করবে রোবট। রোবটটির নাম সইয়ার। সে হান্না ক্যাফেতে কাজ করছে। রোবটটির একটি হাত রয়েছে। সে ভেন্ডিং মেশিনে কেনা কাস্টমারের টিকেট স্ক্যান করে কফি তৈরি করবে এবং সরবরাহ করবে। একসঙ্গে পাঁচজনের জন্য কফি তৈরি করতে পারবে সে। প্রতি কাপ কফির দাম তিন শ’ ২০ ইয়েন। কয়েক মিনিটের মধ্যেই তা কাস্টমারদের কাছে সরবরাহ করা হবে। -সিবিসি নিউজ
×