ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটিশ নাগরিকের ৪৩ বছর জেল

প্রকাশিত: ০৮:০১, ৩ ফেব্রুয়ারি ২০১৮

ব্রিটিশ নাগরিকের ৪৩ বছর জেল

জনকণ্ঠ ডেস্ক ॥ উত্তর লন্ডনে মুসল্লিদের ভিড়ে গাড়ি উঠিয়ে বাংলাদেশীকে হত্যায় এক ব্রিটিশ নাগরিককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। ড্যারেন ওসবোর্ন (৪৮) নামের কার্ডিফের ওই বাসিন্দাকে ন্যূনতম ৪৩ বছর কারাগারে কাটাতে হবে। খবর বিবিসির। গত বছর ১৯ জুন লন্ডনের সেভেন সিস্টার্স সড়কের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে মুসল্লিদের ভিড়ে গাড়ি (ভ্যান) উঠিয়ে দেন ওসবোর্ন। তারাবির নামাজ পড়ে রাত সাড়ে ১২টার দিকে মুসল্লিরা বেরোনোর পর ওই গাড়ি হামলায় মকরম আলী (৫১) নামে এক বাংলাদেশী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও ১২ জন।
×