ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষা-২০১৮ শেষ মুহূর্তের প্রস্তুতি ॥ বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ০৭:২৪, ৩ ফেব্রুয়ারি ২০১৮

এসএসসি পরীক্ষা-২০১৮ শেষ মুহূর্তের প্রস্তুতি ॥ বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি অভীক্ষা ও ব্যবহারিক অংশ প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয় এস এস সি পরীক্ষা নিয়ে খুব চিন্তা করছো? তবে ভয় পাবার কোন কারণ নেই। কীভাবে এই বিষয়ে ভাল নম্বর পাওয়া যায় আজকে সেই ব্যাপারে কিছু আলোচনা করব । . এমসিকিউ অংশ ১. বহুনির্বাচনি অভীক্ষা অংশ ঃ এই অংশে ২৫ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান ১ এবং সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের পাঠ্য বইয়ে মোট ৬ টি অধ্যায় আছে এবং প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে ৪-৫ টি করে প্রশ্ন পরীক্ষায় আসবে । ১ম অধ্যায় ঃ এই অধ্যায় হতে যে টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো হচ্ছে ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তির নাম, জন্ম ও মৃত্যু তারিখ খুব বেশি গুরুত্বপূর্ণ । ই- সার্ভিস যেমন ঃ ই- পূর্জি, ই-পর্চা, এমটিএস, ই-কমার্স ইত্যাদি ভালোভাবে পড়তে হবে । ফেসবুক, টুইটার ,টুইট, মাইক্রোব্লগিং টপিক থেকে বেশি প্রশ্ন আসে এক্ষেত্রে প্রতিষ্ঠাতার নাম ও এবং প্রতিষ্ঠানটি চালু হওয়ার তারিখ গুরুত্ব দিয়ে পড়তে হবে। http, html, IBM, e-mail, COD, EMTS, IP, WWW ইত্যাদির পূর্ণরুপ পরীক্ষায় বার বার আসে। ২য় অধ্যায় ঃ এই অধ্যায় হতে যে টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো হচ্ছে ঃ অপারেটিং সিস্টেম, ব্রাউজার, ক্যাশমেমোরি, কুকিজ, টেম্পোরারি ফাইল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সফটওয়্যার আপডেট, ইনস্টলেশন ও আনইনস্টলেশন করার পদ্ধতি এবং ধাপগুলো খুব ভালোভাবে পড়তে হবে । এক্ষেত্রে কিছু কি-বোর্ড কমান্ড পরীক্ষায় আসতে পারে যেমনঃ Run, Find, Find Next, F3 . বিভিন্ন প্রকার কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাসের নাম ও এর জনকের নাম এবং কত সালে তৈরি হয়েছে সেই তারিখ খুব বেশি গুরুত্বপূর্ণ । সামাজিক নেটওয়ার্কে আসক্তি, পাইরেসি, কপিরাইট ও তথ্য অধিকার আইন টপিক পড়তে হবে । এ অধ্যায়ের ট্রাবলশুটিং অংশ হতে কমপক্ষে একটি প্রশ্ন আসতে পারে । ইওঙঝ, ঈচট, জঅগ, জঙগ, ওঈ, ঈগঙঝ ইত্যাদি শব্দগুলোর পূর্ণরুপ জানতে হবে । ৩য় অধ্যায় ঃ এই অধ্যায় হতে যে টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো হচ্ছে ঃ ডিজিটাল কনটেন্ট এর প্রকারভেদ অংশ খুবই গুরুত্বপূর্ণ । এই অংশ হতে সাধারণত ঃ ব্লগ, নিবন্ধ, শ্বেতপত্র, ইনফোগ্রাফিক্স, ব্রডকাস্ট, ভিডিও শেয়ারিং ইত্যাদি কোন ধরণের কনটেন্ট তা ভালোভাবে জানতে হবে । ই-বুক অংশ হতে ঃ বিভিন্ন প্রকার ই- বুকের নাম এবং জনপ্রিয় ই- বুক রিডারের নাম , ব্যবহার ও সুবিধা সম্পর্কে জানতে হবে । এ ক্ষেত্রে কোন ই- বুক এ কোন ফরম্যাট ব্যবহার করা হয় সেটা বেশি গুরুত্বসহকারে পড়তে হবে। চউঋ , ঊচটই, ঊ-নড়ড়শ ইত্যাদির পূর্ণরুপ জানতে হবে । ৪র্থ অধ্যায় ঃ এই অধ্যায় হতে যে টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো হচ্ছে ঃ ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ও কৌশল, মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ উইন্ডো পরিচিতি মাইক্রোসফট এক্সেল ২০০৭ উইন্ডো পরিচিতি, যোগ ও বিয়োগ করার কৌশল ইত্যাদি টপিকগুলো পড়তে হবে। বিভিন্ন প্রকার মেনু, ট্যাব, গ্রুপের অবস্থান খুবভালোভাবে জানতে হবে। ওয়ার্ড প্রসেসর অংশ হতে ঃ স্পেলচেকার, অফিস বাটন, টেমপ্লেট, ফন্ট, বুলেট ও নম্বর ইত্যাদি সম্পর্কে খুবভালোভাবে জানতে হবে। স্প্রেডশিট অংশ হতে ঃ সারি, কলাম, সেল, সেল রেঞ্জ, ফাংশন, ফর্মূলা ইত্যাদি সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে । যোগঃ = A1+B1, =sum( A1:E1) বিয়োগঃ = A1-B1 , গুণঃ = A1XB1 , =PRODUCT( A1:E1) ভাগঃ = A1/B1 ও শতকরা নির্ণয়ের ফর্মূলা ঃ =A1XB1%, = A1XB1%+A1 ও ফাংশন এর সুত্র খুব ভালোভাবে জানতে হবে। ৫ম অধ্যায় ঃ এই অধ্যায় হতে যে টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো হচ্ছে ঃ মাল্টিমিডিয়া ও এর প্রকারভেদ, এর পূর্বপুরুষ এবং ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া সম্পর্কে জানতে হবে । ফ্লাশ, ডিরেক্টর, অথরওয়্যার, প্রিমিয়ার ইত্যাদি সম্পর্কে জানতে হবে। পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি প্রোগ্রামের উইন্ডো পরিচিতি ওপেন, ক্লোজ, এবং কিছু গুরুত্বপূর্ণ কি-বোর্ড সম্পর্কে জানতে হবে। ৬ষ্ঠ অধ্যায় ঃ এই অধ্যায় হতে যে টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো হচ্ছে ঃ রেকর্ড, ফিল্ড, ডেটা ও বিভিন্নপ্রকার Data Type (Name, Serial Number, Date of Birth, Salary) ও ডেটাবেজের (ওরাকল, ফক্সপ্রো, ফক্স বেইজ, ডিবেইজ, এক্সেস) নাম জানতে হবে। ইনপুট ভেলিডেশন, ম্যাক্রো, সর্টিং, ফিল্টার, কুয়েরি ইত্যাদি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। ১. ডেটাবেজকে কী বলা হয়? ক. জ্ঞানভান্ডার খ. তথ্যভান্ডার গ. শস্যভান্ডার ঘ.ভান্ডার ২. ডেটাবেজকে কী হিসেবে উল্লেখ করা যায়? ক. তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি খ. তথ্য আহরণ পদ্ধতি গ. তথ্য বিশ্লেষণ পদ্ধতি ঘ. তথ্য পাচার পদ্ধতি ৩. ডেটাবেজ মূলত কিসের সমন্বয়ে গঠিত? ক. কলাম ও সারি খ. কলাম ও কলাম গ. সারি ও সারি ঘ. ফিল্ড ও রেকর্ড ৪. নিচের কোনটি লিনিয়ার মাল্টিমিডিয়া? ক. প্রকাশনা খ. ছবি আঁকা গ. সিনেমা ঘ. খেলা ৫. প্রতি বর্গ ইঞ্চিতে পিক্সেলের পরিমাণ কী বলে? ক. রেঞ্জ খ. রেজুলিউশন গ. ডট ঘ. কমা ৬. নিচের কোনটি সত্য নয়? ক. শিক্ষকরা কেবল দিক নির্দেশকারী খ. শিক্ষার্থীদের নিজেদের সবকিছু শিখতে হয় গ. শিক্ষকরা শিক্ষার্থীদের সবকিছু শেখান ঘ. শিক্ষার্থীদের তাদের উপযোগী সঠিক পথ বেছে নিতে হয় ৭. নিচের কোনটি সত্য? ক. ইন্টারনেট থাকলেই ছাত্র ছাত্রীরা শিক্ষিত হবে খ. ইন্টারনেট সাহায্যে কেবলই গেমস খেলা যায় গ. ইন্টারনেটের খুব ভালো ঈড়হঃবহঃ থাকলেই শিক্ষার হার বাড়বে ঘ. ইন্টারনেট হতে বই ডাউনলোড করে নেওয়া যাবে ৮. বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল বিজ্ঞানী কে? ক. ম্যাক্সওয়েল খ. মার্কনি গ. টমলিনসন ঘ.জগদীশ চন্দ্র বসু ৯. ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন? ক. F1 খ. Scroll lock গ. Caps lock ঘ. Pause ১০. ওয়ার্ড প্রসেসিং শব্দটির অর্থ কী? ক. শব্দ প্রক্রিয়াকরণ খ. বর্ন প্রকিয়াকরণ গ. বাক্য প্রক্রিয়াকরণ ঘ. শব্দ প্রতিস্থাপন ১১. বানান সংশোধনের কাজকে বলা হয়- ক. ডিবাগিং খ. এডিটিং গ. প্রুফ দেখা ঘ.এনকোডিং ১২. ¯েপ্রডশিটে ভাগ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? ক. ঢ খ. গ. / ঘ. = ১৩. জটিল হিসাবের জন্য কোনটির ওপর নির্ভর করা যায় না? ক. সুপার কম্পিউটার খ. কম্পিউটার গ. ল্যাপটপ ঘ. ক্যালকুলেটর ১৪. প্রডশীটের অভিধানিক অর্থ কী? ক. গুটানো কাগজ খ. ছড়ানো কাগজ গ. জড়ানো কাগজ ঘ. ছেড়া কাগজ ১৫. রেজিষ্ট্রি ক্লিনআপ ব্যবহার করলে আইসিটি যন্ত্রটি- ক. ঠিকভাবে কাজ করবে খ. মাঝে মাঝে কাজ করবে গ. ঠিকভাবে কাজ করবে না ঘ. দ্রুত কাজ করবে ১৬. প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশকিছু কী ফাইল তৈরি হয়? ক. পার্মানেন্ট ফাইল খ. টেম্পোরারি ফাইল গ. ওপেন ফাইল ঘ. সফট ফাইল ১৭. টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে- ক. দ্রুত করে দেয় খ. ধীরে করে দেয় গ. মন্থর করে দেয় ঘ. দ্রুত করে দেয় না ১৮.বিজ্ঞানী জগদীচন্দ্র বসু কখন জন্মগ্রহণ করেন? ক. ২ নভেম্বর ১৮৫৮ খ. ১০ নভেম্বর ১৮৫৮ গ. ২০ নভ্মেবর ১৮৫৮ ঘ. ৩০ নভেম্বর ১৮৫৮ ১৯. বিজ্ঞানী জগদীচন্দ্র বসু কখন মৃত্যুবরণ করেন? ক. ৩০ নভেম্বর ১৮৫৮ খ. ২২ ডিসেম্বর ১৮৫৯ গ. ২৩ নভেম্বর ১৯৩৭ ঘ. ২২ নভেম্বর ১৯৩৭ ২০. কত সালে জগদীচন্দ্র বসু অতিক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হোন? ক. ১৭৯৫ খ. ১৭৯৮ গ. ১৮১৭. ঘ. ১৮৯৫ ২১. শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে শিক্ষণীয় তথ্যগুলো আরও বৃদ্ধি করে কোনটি? ক. মোবাইল খ. ইন্টারনেট গ. ল্যাপটপ ঘ. কম্পিউটার ২২. ইন্টারনেট থেকে বই ডাউনলোডের ক্ষেত্রে কোন বিষয় সতর্ক থাকতে হবে? ক. ঠিকভাবে ডাউনলোড হলো কিনা খ. পাঠ্যবই ঠিক আছে কিনা গ. বিনামূল্যে কিনা ঘ. কপিরাইট আইন ভঙ্গ করছে কিনা ২৩. অজানা বই সম্পর্কে ধারণার ভান্ডার কোনটি? ক. ইন্টারনেট খ. পুস্তক গ. ই-মেইল ঘ. শিক্ষক ২৪. সারা বিশ্বের সকল ছাত্র ছাত্রীরা কীভাবে একটি ক্লাবের সদস্য হতে পারে? ক. এনজিওর সাহায্যে খ. ইন্টারনেটের সাহায্যে গ. পাঠ্যবইয়ের সাহায্যে ঘ. কম্পিউটারের সাহায্যে ২৫. মাল্টিমিডিয়া বর্ণ কেমন হতে পারে? ক. চলমান খ. ত্রিমাত্রিক গ. চলমান ও ত্রিমাত্রিক ঘ. কোনোটি নয় উত্তর ঃ- ১(খ), ২(ক), ৩(ঘ), ৪(গ), ৫(খ), ৬(গ), ৭(ঘ), ৮(ঘ), ৯(গ), ১০(ক), ১১(গ), ১২(ঘ), ১৩(ঘ), ১৪(খ), ১৫(ঘ), ১৬(খ), ১৭(ক), ১৮(ঘ), ১৯(গ), ২০(ঘ), ২১(খ), ২২(ঘ), ২৩(ক), ২৪(খ), ২৫(গ)।
×