ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেটে গড়ে উঠছে অপরিকল্পিত বহুতল ভবন

প্রকাশিত: ০৭:১৩, ৩ ফেব্রুয়ারি ২০১৮

সিলেটে গড়ে উঠছে অপরিকল্পিত বহুতল ভবন

নগরায়নের নামে সিলেটে প্রতিনিয়ত গড়ে উঠছে অপরিকল্পিত বহুতল ভবন। প্রায় ১০ লাখ বাসিন্দার এই নগরীতে বহুতল ভবনের সংখ্যা অন্তত ৫২ হাজার। যার বেশিরভাগেই নেই অগ্নি নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা। ফলে বাড়ছে জীবনের ঝুঁকি। এ বিষয়ে সংশ্লিষ্টরাও স্বীকার করছেন তাদের সীমাবদ্ধতা। দুষছেন সমন্বয়হীনতাকে। ইটপাথরের নিষ্প্রাণ নগরীতে রূপ নিচ্ছে সিলেট শহর। একের পর এক মাথা তুলে দাঁড়াচ্ছে, বহুতল ভবন। ১০ লাখ বাসিন্দার সিলেট নগরীতে বহুতল ভবন রয়েছে প্রায় ৫২ হাজার। যার বেশিরভাগই অপরিকল্পিত। নিয়ম অনুযায়ী এ সব ভবনে আগুন নেভানোর জন্য ব্যবহৃত পানির এক-তৃতীয়াংশ রিজার্ভ রাখার কথা থাকলেও; দু একটি ভবন ছাড়া কোথাও নেই তা। ফায়ার সার্ভিস বলছে, সর্বোচ্চ ৫ তলা পর্যন্ত আগুন নেভানোর কাজে সক্ষম তারা। সিটি মেয়র জানালেন, অসাধু ঠিকাদারদের দৌরাত্ম, ভবন নির্মাণে অভিজ্ঞ লোকের অভাব আর সমন্বয়হীনতার কারণে সমস্যা রয়ে যাচ্ছে। দুর্ঘটনা এড়াতে পরিকল্পিত ভবন নির্মাণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন সিটি মেয়র। -স্টাফ রিপোর্টার
×