ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আদালতের আদেশেও উচ্ছেদ হয়নি কর্ণফুলীর দুই পাড়ের অবৈধ স্থাপনা

প্রকাশিত: ০৭:১১, ৩ ফেব্রুয়ারি ২০১৮

আদালতের আদেশেও উচ্ছেদ হয়নি কর্ণফুলীর দুই পাড়ের অবৈধ স্থাপনা

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতের নির্দেশের পর, পেরিয়ে গেছে দড় বছর। কিন্তু এখনও শুরু হয়নি চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুপাড়ে গড়ে ওঠা, দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ। প্রশাসনের দাবি, উচ্ছেদ চালাতে যে অর্থ আর সহায়তা দরকার, তা সরকারের কাছে চাওয়া হয়েছে। সে সব নিশ্চিত না হওয়ায় উচ্ছেদ শুরু করা যাচ্ছে না। নদী রক্ষায় রিটকারী বলছেন, এতদিনেও আদেশ কার্যকর না হওয়ায় তিনি আবারও আদালতের নজরে আনবেন বিষয়টি। কর্ণফুলীকে গিলে খাচ্ছে এমন অসংখ্য অবৈধ স্থাপনা। তাতে প্রতিনিয়ত সঙ্কুচিত হচ্ছে দেশের অর্থনীতির হৃৎপিন্ড হিসেবে পরিচিত এই নদী। প্রশাসনের হিসাবে নদীর দুপাড়ে অবৈধ স্থাপনা আছে ২ হাজার ১৮১টি। যা উচ্ছেদের জন্য ২০১৬ সালের আগস্ট মাসে প্রশাসনকে নির্দেশ দেয় হাইকোর্ট। তাতে বলা হয়, আদেশ পাওয়ার তিনমাসের মধ্যে তা কার্যকরের। কিন্তু, তার কোন অগ্রগতিই নেই। এ নিয়ে কয়েকটি সমন্বয় সভা হলেও এখন তেমন নড়চড় নেই প্রশাসনের। জেলা প্রশাসকের দাবি, এখনও রায়ের কপি না পাওয়ায় দেরি হচ্ছে আদেশ বাস্তবায়নে।
×