ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মামুনের দুই চাকার ব্যবসা

প্রকাশিত: ০৬:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০১৮

মামুনের দুই চাকার ব্যবসা

লাগবে ঘটি বাটি হাতা চামচ চুরি টিপ কানের দুল মালা...। আন্তঃজেলা ফেরিওয়ালা মামুনের এরকম সুর শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার দুই চাকার বাহনের প্রতি। শত পণ্যের ভিড়ে দেখাই যাচ্ছিল না বাহনটি। পেডেলেই চলে মামুনের দুই চাকার বাহন বাইসাইকেল। এই দুই চাকার ব্যবসায় চলে মামুনের সংসার, লেখাপড়াও করাচ্ছেন সন্তানদের। মামুন বছরের প্রায় ছয়মাস দেশের বিভিন্ন জেলায় বাইসাইকেলে পণ্যের পসরা সাজিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে থাকেন। দিনের শেষে যেখানে রাত সেখানেই রাত্রিযাপন করেন তিনি। মামুন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জসিমপুর গ্রামের কৃষক আবদুল মান্নানের ছেলে। বাড়ির কৃষি কাজ শেষ হলে অবসর সময়ে মামুন বেরিয়ে পড়েন তার দুই চাকার বাহন বাইসাইকেল নিয়ে। গৃহস্থালী প্লাস্টিকের তৈজসপত্র ও নানা ধরনের গহনা বাইসাইকেলে সাজিয়ে ছুটে চলেন এক জেলা থেকে অন্য জেলায়। তবে গ্রামের পথেই তার আনাগোনা বেশি। সম্প্রতি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাইমহাটী এলাকার একটি রাস্তায় দেখা আন্তঃজেলা ফেরিওয়ালা মামুনের সঙ্গে। মামুন জানান, সে একজন কৃষক। কৃষিকাজ শেষ হয়ে গেলে বেরিয়ে পড়েন তার ফেরি ব্যবসায়। তার বাইসাইকেলে কমপক্ষে শত প্রকার পণ্য সাজানো রয়েছে। প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকার পণ্য বিক্রি করে থাকেন তিনি। এতে মাসে তার সাত থেকে দশ হাজার টাকা পর্যন্ত আয় হয়। মামুনের ব্যবসার উল্লেখযোগ্য অঞ্চলের মধ্যে রয়েছে ময়মনসিংহ গাজীপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ ও ঢাকা। দুই চাকার বাহনে ব্যবসা করে আন্তঃজেলা ফেরিওয়ালা মামুন স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে ভালভাবেই সংসার চালাচ্ছেন। দুই সন্তানকেই লেখাপড়া করাচ্ছেন বলে মামুন জানান। -নিরঞ্জন পাল, মির্জাপুর থেকে
×