ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওজনিয়াকি-কেভিতোভার জয়

প্রকাশিত: ০৬:৩১, ৩ ফেব্রুয়ারি ২০১৮

ওজনিয়াকি-কেভিতোভার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনেই চমক দিয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। দীর্ঘদিন পর এসে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেলেন তিনি। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পর ডব্লিউটিএ সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টেও দুর্দান্ত শুরু করেছেন ডেনমার্কের এই টেনিস তারকা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা এদিন ৬-০ এবং ৬-১ গেমে পরাজিত করেন ১৬ বছর বয়সী এনাস্তাসিয়া পোতাপোভাকে। অনায়াস জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট কেটে দারুণ রোমাঞ্চিত ওজনিয়াকি। ড্যানিশ টেনিস তারকা ছাড়াও বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গের এই টুর্নামেন্টে জয়ের স্বাদ পেয়েছেন ক্রিস্টিনা মাদেনোভিচ, ক্যাটেরিনা সিনিয়াকোভা, জুলিয়া জর্জেস এবং পেত্রা কেভিতোভা। গত এক দশক ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম ওজনিয়াকি। নিয়মিতই লড়াই করে চলেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেও ক্যারিয়ারের গ্র্যান্ডস্লাম জয়টা অধরাই থেকে গিয়েছিল তার। অবশেষে স্বপ্নের সেই ট্রফির ছোঁয়া পেলেন ক্যারোলিন ওজনিয়াকি। সেই ট্রফি জয়ের পর থেকেই আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে গেছে শীর্ষ তারকার। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে খেলতে নেমেও দুর্দান্ত শুরু করেছেন তিনি। নিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার তরুণ প্রতিভাবান খেলোয়াড় এনাস্তাসিয়া পোতাপোভার মুখোমুখি হয়েছিলেন ওজনিয়াকি। প্রতিপক্ষকে এদিন পাত্তাই দিলেন না তিনি। মাত্র ৬৭ মিনিট লড়াই করেই রাশিয়ান খেলোয়াড়কে উড়িয়ে দেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই। সুদীর্ঘ ক্যারিয়ারে ২৮টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ওজনিয়াকি। রাশিয়ায় পৌঁছেই সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দেন তিনি। শুরুটাও করেছেন ঠিক সে রকমই। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ২৩৫ নাম্বার খেলোয়াড়কে হারিয়ে ক্যারিয়ারের ২৯তম শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলেন ওজনিয়াকি। সেই পথে সেন্ট পিটার্সবার্গের কোয়ার্টার ফাইনালে তার সামনে বাধা এখন দারিয়া কাসাতকিনা। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই কাসাতকিনার বিপক্ষে কোর্টে নামার আগে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ক্যারোলিন ওজনিয়াকি বলেন, ‘অসাধারণ মাপের খেলোয়াড় কাসাতকিনা। তার বিপক্ষে ম্যাচটা যে কঠিন হবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। এই ম্যাচের আগে আমিও দারুণ রোমাঞ্চিত।’ সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টে ফেবারিট হিসেবে খেলতে নামেন পেত্রা কেভিতোভাও। দ্বিতীয়পর্বেও দারুণ জয় পেয়েছেন তিনি। চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা এদিন ৬-৩, ১-৬ এবং ৬-১ গেমে পরাজিত করেন রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুকে। গত কয়েক বছর ধরে পাদপ্রদীপের আলোয় অবস্থান করছেন কেভিতোভাও। দুইবার উইম্বলডনের চ্যাম্পিয়নও হয়েছেন তিনি। কিন্তু গত মৌসুমটা খুব বাজে কেটেছে তার। তবে নতুন মৌসুমে নতুন উদ্যমে শুরু করেছেন কেভিতোভা। এই সেন্ট পিটার্সবার্গে নিজের সেরাটা মেলে দেয়াই এখন তার মূল লক্ষ্য। এছাড়া দিনের অন্যান্য ম্যাচে ক্যাটেরিনা সিনিয়াকোভা ৭-৬ এবং ৭-৫ গেমে পরাজিত করেছেন স্বাগতিক দেশের একাটেরিনা মাকারোভাকে। জার্মানির জুলিয়া জর্জেস এদিন ৭-৫ এবং ৬-০ গেমে রীতিমতো উড়িয়ে দেন ইতালিয়ান তারকা রবার্তো ভিঞ্চিকে। তবে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডোমিনিকা সিবুলকোভা। ফ্রান্সের চতুর্থ বাছাই ক্রিস্টিনা মাদেনোভিচের কাছে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন তিনি।
×