ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন ঠিকানায় ইতো

প্রকাশিত: ০৬:২৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮

নতুন ঠিকানায় ইতো

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর আগে তুরস্কের ক্লাব আন্তালিয়াস্পোরে যোগ দিয়েছিলেন স্যামুয়েল ইতো। এবার আন্তালিয়াস্পোর ছেড়ে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী কোনিয়াস্পোরে নতুন করে ঠিকানা গড়লেন সাবেক বার্সিলোনা ও ইন্টার মিলানের এই তারকা ফুটবলার। চারবার আফ্রিকার বর্ষসেরা নির্বাচিত হওয়া স্যামুয়েল ইতোকে দলে ভিড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোনিয়াস্পোরের প্রেসিডেন্ট ফাতিহ ইলমাজ। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বে এবং তুরস্কে ইতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে কোনিয়াস্পোরে পেয়ে আমরা খুবই আনন্দিত।’ ২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন ইতো। জাতীয় দল থেকে অবসর নেয়ার পর ইংল্যান্ড ছেড়ে ৬ মাসের জন্য ছিলেন ইতালির ক্লাব সাম্পদোরিয়ায়। সেখান থেকে ২০১৫ সালের মাঝামাঝিতে তুরস্কের আন্তালিয়াস্পোরে যোগ দেন তিনি। ক্যামেরুনের সাবেক এ স্ট্রাইকার তখন থেকে দলটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও দায়িত্ব পালন করে এসেছিলেন তিনি। ৩৬ বছর বয়সী এ প্রতিভাধর স্ট্রাইকারকে দলে পেতে তখন থেকেই আগ্রহ প্রকাশ করেছিল বিশ্বের অনেক নামীদামী ক্লাব। কিন্তু তাকে ছাড়তে রাজি হয়নি আন্তালিয়াস্পোরের চেয়ারম্যান আলী সাফাক অজতুর্ক। তবে এবার আর ধরে রাখতে পারলেন না দুইবার আফ্রিকার ন্যাশন্স কাপ জয়ী স্যামুয়েল ইতোকে। এর ফলে আগামী আড়াই বছর কোনিয়াস্পোরের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে দুইবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ এবং তিনবার স্প্যানিশ লা লিগা জয়ী এই তারকা ফুটবলারকে।
×