ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেজিংয়ে মিনিস্টিরিয়াল সম্মেলনে বিমানমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৫, ৩ ফেব্রুয়ারি ২০১৮

বেজিংয়ে মিনিস্টিরিয়াল সম্মেলনে বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, বিশ্ব ক্রমেই ছোট হয়ে আসছে আর ছোট হয়ে আসার অন্যতম অনুষঙ্গ এভিয়েশন শিল্পের অভূতপূর্ব উন্নয়ন। বর্তমান পৃথিবীতে বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন এবং আন্তঃরাষ্ট্রিক সম্পর্কোন্নয়নে এভিয়েশন সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ এর গুরুত্ব উপলব্ধি করে এভিয়েশন সেক্টরের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, এয়ার নেভিগেশন, এক্সিডেন্ট ইনভেস্টিগেশনসহ বিমানবন্দরসমূহের উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নেও কার্যক্রম গ্রহণ করেছে সরকার। তিনি শুক্রবার চীনের রাজধানী বেজিংয়ে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক মিনিস্টিরিয়াল কনফারেন্স অন সিভিল এভিয়েশনে বক্তৃতাকালে এ কথা বলেন।
×