ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবিধান অনুযায়ী নির্বাচন দাবি এরশাদের

প্রকাশিত: ০৬:০৩, ৩ ফেব্রুয়ারি ২০১৮

সংবিধান অনুযায়ী নির্বাচন দাবি এরশাদের

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ কোন সহায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, আমরা সব সময় নির্বাচন করেছি। নির্বাচন না করলে সরকার বদল হয় না, নির্বাচন না করলে ক্ষমতায় যাওয়া যায় না। এরশাদ আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা তিন শ’ আসনেই প্রার্থী প্রস্তুত করেছি’। শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা ও মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান পরে আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশাল ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন। এসময় ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির ফখরুল ইমাম এমপি, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি এমপিসহ স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×