ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারীর ক্ষমতায়নে রোল মডেল বাংলাদেশ ॥ তারানা

প্রকাশিত: ০৬:০২, ৩ ফেব্রুয়ারি ২০১৮

নারীর ক্ষমতায়নে  রোল মডেল বাংলাদেশ ॥ তারানা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২ ফেব্রুয়ারি ॥ তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। নারীর সকল অধিকার বর্তমান সরকারের সময়েই রক্ষা করা হয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল; যেমনটি হয়েছে উন্নয়নের ক্ষেত্রে। শুক্রবার বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চালা আটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বতর্মান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের চিত্র তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারের ধারাবাহিকতাও দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে সকল মানুষের আবাসন। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে মানুষের সকল অধিকার রক্ষা হবে এবং নতুন নতুন অধিকার যুক্ত হবে। আটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খুরশিদ আলম বাবুল, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন শিবলী সাদিকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দরিদ্র-শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী।
×