ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ কখনই গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয় ॥ রিজভী

প্রকাশিত: ০৬:০২, ৩ ফেব্রুয়ারি ২০১৮

আওয়ামী লীগ কখনই গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয় ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, আওয়ামী লীগ কখনই গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে সরকার পরিকল্পিতভাবে ভিন্ন কৌশলে আরেকটি বিতর্কিত নির্বাচন করতে চায়। কারণ ভোটারবিহীন সরকার ক্ষমতার মগডালে বসে থাকার মজাটা পাচ্ছে, তাই তারা নাছোড়বান্দার মতো ক্ষমতা ধরে রাখতে চাচ্ছে। রিজভী বলেন, জাতির সামনে বর্তমান সরকারের উদ্দেশ্য পরিষ্কার। বিএনপিসহ বিরোধীদল নিধনে যে দমন নিপীড়ন চলছে এ নিয়ে দেশ-বিদেশে সরকারের বিরুদ্ধে ধিক্কার উঠেছে। অন্তহীন ক্ষমতালিপ্সার কারণেই জনগণের বদলে বন্দুকের ওপরেই আস্থা বেশি সরকারের। সে জন্য বিএনপিকে হয়রানির জালে আটকে রেখে নিজেদের পছন্দের নির্বাচন করতে চায়। তাই দেশ বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে, দেশের মানুষকে সরকারের সকল অশুভ পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। খালেদা জিয়ার রায়ের দিন রাজপথে থাকতে হবে- আলাল ॥ পুলিশ গ্রেফতার করলেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়ের দিন নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, যদি কোন কারণে রায়ের তারিখ পরিবর্তন হয়, তাহলে পরের তারিখেও একইভাবে রাজপথে আমাদের থাকতেই হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতা ফোরাম আয়োজিত’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×