ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে=পুষ্পমেলা

শত প্রজাতির গোলাপ, বাহারি ফুল- মুগ্ধ দর্শনার্থী

প্রকাশিত: ০৬:০২, ৩ ফেব্রুয়ারি ২০১৮

শত প্রজাতির গোলাপ, বাহারি ফুল- মুগ্ধ দর্শনার্থী

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ শীতের সকাল। হাজারো ফুলের সমারোহে রাজশাহীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পুষ্পমেলা। ফুলের প্রতি ভালবাসায় সকাল থেকেই ফুলপ্রেমীরা ভিড় জমান মেলা প্রাঙ্গণ রাজশাহী নগরীর মণিবাজার চত্বরে। পরিবার পরিজন ও শিশুদের নিয়ে এসে অনেকে মত্ত হন পছন্দের ফুলের সঙ্গে নিজেদের ছবি তুলে স্মৃতিময় করে রাখেন অনেকে। যেন ফুলপ্রেমীদের হাট বসেছে মেলা প্রাঙ্গণজুড়ে। এবার মেলায় নিয়ে আসা হয়েছে শত প্রজাতির গোলাপ। স্টল ঘুরে ঘুরে এসব গোলাপ দেখছেন দর্শনার্থীরা। শুক্রবার সকালে নগরীর মনিবাজার চত্বরে মেলার উদ্বোধন করেন আরএমপি ভারপ্রাপ্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপরেই ফুলপ্রেমীদের জন্য উন্মুক্ত করা হয় মেলা প্রাঙ্গণ। দর্শনার্থীরা বলেন, ফুলের প্রতি ভালবাসা থেকেই এখানে এসেছেন তারা। বাহারি দেশী-বিদেশী ফুলের সমারোহে তারা মুগ্ধ। নগরীর বিনোদপুর এলাকা থেকে মেলায় শিশুদের নিয়ে এসেছিলেন জান্নাতুন ফেরদৌস নামের গৃহবধূ। তিনি বলেন, ফুলের সঙ্গে যারা সম্পৃক্ত থাকেন তারা খারাপ কাজ থেকে বিরত থাকে। বাচ্চাদের ফুলের সঙ্গে সম্পৃক্ত রাখলে তাদের মন ভাল হবে, তাদের খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই তিনি যেখানেই ফুলের সুবাস পান সেখানেই ছুটে যান। মেলায় ফুলের সমারোহে তিনি মুগ্ধ বলে জানান। তারমতো পুষ্পমেলায় এসে অনেকে মুগ্ধ হয়েছেন শীতের সকালে। রাজশাহীর ঐতিহ্যবাহী বৈকালী সংঘ প্রতিবারের মতো এবারেও পাঁচ দিনব্যাপী এ পুষ্পমেলার আয়োজন করেছে। এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈকালী সংঘের সভাপতি এম. মনিরুজ্জামান ছানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইসউদ্দীন আহমেদ বাবু, পুষ্পমেলা আহ্বায়ক শরিফুল আবেদিন, ওয়ান ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বৈকালী সংঘের যুগ্ম-সম্পাদক শামসুজ্জামান আজাদ, আসাদুজ্জামান আসাদ, আলিয়াস হোসেন আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের পুষ্পমেলায় প্রায় শত প্রজাতির গোলাপের পসরা নিয়ে বসেছে ১৬টি স্টল। শুধু তাই নয়, রয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের সমাহারও। কমতি নেই দেশী-বিদেশী ফুলেরও। মহানগরীর মনিবাজারে মেলা প্রাঙ্গণে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। এদিকে মেলাকে সবার কাছে প্রাণবন্ত এবং শিশুদের সাংস্কৃতিক মেধা বিকাশের লক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুর আড়াইটায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আগামীকাল রবিবার ‘ক’ ও ‘খ’ গ্রুপের ছড়াগান প্রতিযোগিতা ও সোমবার নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজশাহীর অন্যতম ক্রীড়া ও সামাজিক সংগঠন বৈকালী সংঘ আয়োজিত পুষ্পমেলা রাজশাহীর সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে ভিন্নমাত্রা যোগ করেছে। ১৯৮৫ সাল থেকে প্রতিবছর সিএ্যান্ডবি মনিবাজার চত্বরে বৈকালী সংঘের আঙ্গিনায় পুষ্পমেলার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এবার পুষ্পমেলায় ১৬টি স্টল স্থান পেয়েছে। স্ট্রলগুলোর মধ্যে শোভা পাচ্ছে থরে থরে সাজানো দেশী-বিদেশী ফুল। রয়েছে জেমিলি, ডরিস ডে, চায়না-রোজ, পিগালী, নাইট আউল, সুপার-মুন, সাদা হাজরী, শতাধিক জাতের গোলাপ, ফিজি, কোকলোর, মিনি সাদা, সিচিফ, তাজমহল, ডাইমন্ড, পেঞ্জিসহ বিভিন্ন রঙের ফুল। এসব বাহারি রকমের ফুল একসঙ্গে দেখতে পেয়ে মুগ্ধ হন দর্শনার্থীরা।
×