ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমার ভাইয়ের রক্তে রাঙানো

প্রকাশিত: ০৫:৪০, ৩ ফেব্রুয়ারি ২০১৮

আমার ভাইয়ের রক্তে রাঙানো

স্টাফ রিপোর্টার ॥ ১৯৪৭ সালে দুটি ভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে যখন পাকিস্তান গঠিত হয় তখন দেশটিতে প্রধান সাতটি ভাষাভাষীর লোক বসবাস করছিল। এর মধ্যে বাংলা ভাষাভাষীদের সংখ্যাই ছিল সর্বাধিক। এক পরিসংখ্যানে দেখা গেছে ’৪৭ পাকিস্তানের সাতটি ভাষিক জনগোষ্ঠীর মধ্যে বাংলা ভাষার অবস্থান ছিল এক নম্বরে। ওই সময়ে মোট জনসংখ্যার শতকরা ৫৪.৬ ভাগ লোক বাংলায় কথা বলত। ওই সময়ে বাংলায় কথা বলা জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৪ কোটি ১২ লাখ ৯১ হাজার ৮৮৯জন। আর উর্দু ভাষায় কথা বলত মাত্র ৫৪ লাখ ১৯ হাজার ১৩১জন। মোট জনসংখ্যার মাত্র ৭.২ ভাগ লোক উর্দুতে কথা বলত। আর পাকিস্তানে তখন ইংরেজীতে কথা বলত ১.৮ জনগোষ্ঠী। পাঞ্জাবী ভাষায় কথা বলত ২৮.৪ ভাগ লোক। সিন্ধী ভাষায় কথা বলা জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৫.৮ ভাগ। বেলুচ ভাষায় ১.৪ এবং পশতু ভাষায় কথ বলত মাত্র ৭.১ ভাগ লোক। এই হিসাবে দেখা গেছে পাকিস্তানে যত জনগোষ্ঠী বাংলায় কথা বলত, অন্য ৬ ভাষিক জনগোষ্ঠীর সংখ্যা ছিল বাংলাভাষার সংখ্যার চেয়ে অনেক কম। আর উর্দুতে কথা বলা লোকের সংখ্যা ছিল বাংলাভাষার জনগোষ্ঠীর চেয়ে প্রায় ৮গুণ কম। জনগোষ্ঠীর সংখ্যাধিক্য অনুসারে বাংলা ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ার দাবিদার ছিল। অথচ এই বাংলা ভাষাকে বাদ দিয়েই উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়। বাংলাভাষার ওপর প্রথম আঘাত হানেন পাকিস্তানের প্রথম গর্বনর কায়দে আজম মোহাম্মাদ আলী জিন্নাহ। বাঙালীর কঠোর আন্দোলের মুখে তিনি বাংলাকেও পূর্ববঙ্গে সরকারী ভাষা এবং শিক্ষার মাধ্যম হিসেবে মেনে নিয়ে একটি আইন পাশ করা হয়েছিল। এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল পাকিস্তানের শাসকগোষ্ঠী। কিন্তু ৫২ সালে দ্বিতীয়বার ভাষার ওপর যিনি আঘাত হানেন সেই খাজা নাজিম উদ্দিন ছিলেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। অথচ তিনি এই বাংলারই একজন রাজনীতিবিদ ছিলেন। আজ তিন ফেব্রুয়ারি। এ দিন আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে বাংলাকে বাদ দিয়ে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। প্রায় ১০ দিন বাংলায় সফর শেষে ’৫২ সালের ৩ ফেব্রুয়ারি বিকেলে গবর্মেন্ট হাউসে বসে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পাকিস্তানের নিরাপত্তার স্বার্থে অখন্ডর স্বার্থে আমি সুস্পষ্টভাবে বলতে চাই উর্দু হতে চলেছে পাকিস্তানের একমাত্র রাষ্টভাষা। অন্য কোন ভাষা নয়। এ সময় তিনি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নাকচ করেন। কিন্তু বাংলার আপামর জনতা তার সেই দাবি প্রত্যাখান করে রাজপথে নেমে এসেছিল। বেগবান হয়েছিল ভাষা আন্দোলন।
×