ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতি নির্বাচন

আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ০৫:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০১৮

আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার ॥ দেশের একুশতম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শুক্রবার তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদে সরকারী দলের চীফ হুইপ আ স ম ফিরোজ। বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। আগামী ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়া হবে বলে উল্লেখ করেন। এদিকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রধান নির্বাচন কমিশনার কমিশন ভবনেই অবস্থান করছিলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সিইসি কেএম নুরুল হুদা সাংবাদিকদের এ সময় বলেন, বিএনপি ছাড়া আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেন, বিএনপি একটি বড় দল। তাদের ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হয় কী করে? এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি- বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। তিনি বলেন, ‘বিএনপিকে ছাড়া নির্বাচন, কখনই সম্ভব নয়। অবশ্যই রাজনৈতিক অঙ্গনে দলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাদের ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এটা আমরা সব সময় বলব। এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের পরিবেশ ভাল রয়েছে। মামলা হলে তা, আদালতের বিষয়। আইনের বিষয়ে তো ইসির বলার কিছু নেই। এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা সব সময় বলছি নিরপেক্ষ থাকব’। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল একই সুযোগ-সুবিধা পাবে। তিনি আশা প্রকাশ করেন, বছরের শেষে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে। আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দেশে ২১তম রাষ্ট্রপতি নির্বাচন। গত ২৫ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ পদে নির্বাচনের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্বাচন কর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার।। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন শুধুমাত্র জাতীয় সংসদের সদস্যরা। ইতোমধ্যে ইসি কর্তৃক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তবে নির্বাচনে একজনমাত্র প্রার্থী হলে ভোটের কোন প্রয়োজন নেই। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রধান নির্বাচনকর্তা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন। আর প্রার্থী একাধিক হলে ভোট গ্রহণ করা হবে। ভোটের দিন ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট গ্রহণ করা হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে দ্বিতীয়বারে মতো দেশের রাষ্ট্রপ্রতি নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ইতোমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য তাকেই মনোনয়ন দেয়া হয়েছে। গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়। পরে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন প্রদানের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আবদুল হামিদের দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়া এখন সময়ের বিষয়। ২০১৩ সালে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর কারণে ওই বছর ২৪ মার্চ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান ছিলেন আবদুল হামিদ। পরে ২২ এপ্রিল তিনি বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন ২৪ এপ্রিল। আগামী ২৩ এপ্রিল তার ৫ বছর মেয়াদ পূর্ণ হবে। এ দিকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীফ হুইপ আ স ম ফিরোজ বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি এই মনোনয়ন ফরম জমা দেয়া হবে। এ সময় তার সঙ্গে ছিলেন, হুইপ মোঃ শাহাউদ্দিন, শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহীম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবির কাওসার।
×