ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যতই ষড়যন্ত্র করুক বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০১৮

যতই ষড়যন্ত্র করুক বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ডিসেম্বর বিজয়ের মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি যতই ষড়যন্ত্র করুক এই নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষেই রায় দেবে। মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। কারণ শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নাই। মন্ত্রী বলেন, গণতান্ত্রিক এই দেশে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হলে এ দেশে মার্শাল ল জারি হত। অবৈধ সরকার ক্ষমতায় আসত। আজকের যে উন্নয়ন তা কখনও হত না। শুক্রবার বিকেল ৪টায় সুজানগরের স্থানীয় এন এ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির প্রদানকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রসঙ্গে টেনে আরও বলেন, বিচার বিভাগে সরকারের কোন নিয়ন্ত্রণ বা খবরদারি নাই। বিচার বিভাগ তার আইনে দোষীকে শাস্তি দেবে। নিরপরাধকে মুক্ত করবে। বিএনপি বিচার বিভাগকে যেমন ভয় পায় তেমনি জনগণের রায়কেও ভয় করে। আগামীতে বিএনপির পরাজয় জেনেই নির্বাচনে আসতে সংশয়। রায় যাই হোক, বিএনপি আবারও আগের মতো জ¦ালাও-পোড়াও ও আগুন সন্ত্রাস করার চেষ্টা করলে এবারও সরকার কঠোর হাতে দমন করবে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ ফিরোজ কবির প্রমুখ। জনসভা ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সুজানগর পৌরসভার অর্থায়নে প্রায় ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল পৌর শিশুপার্ক, প্রায় তিন একর জমির ওপর প্রতিষ্ঠিত নতুন পৌর হাট ও প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌরবাজারে টিন সেড ভবনের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পৌর মেয়র আব্দুল ওহাব, ইউএনও আসিফ মাহমুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সচিব গোলাম নবীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া একইদিন মন্ত্রী সুজানগর আওয়ামী লীগ অফিসের নবনির্মিত নতুন ভবন উদ্বোধন ও বেড়া উপজেলার জাতসাকিনিয়ায় ইউনিয়নে নির্মিত বঙ্গবন্ধু ভাস্কর্য উন্মোচন করেন। স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তরের স্বজন সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী বলে মিডিয়াগুলো স্বাধীনভাবে তার মতপ্রকাশ করছে। তিনি বলেন, সংবাদ মাধ্যমে সরকারের ভুল ক্রটি প্রকাশের পাশাপাশি সরকারের ভাল কাজ এবং উন্নয়নের কথাও তুলে ধরতে হবে। নাসিম বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, গণমানুষের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। কিন্ত এগুলো কোন কোন মহলের চোখে পড়ে না। মিডিয়াকে নিরেপেক্ষভাবে সরকারে সমালোচনার পাশাপাশি এসব উন্নয়ন সংবাদ তুলে ধরতে হবে। স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, দেশের উন্নয়নের জন্য দরকার বার বার শেখ হাসিনা সরকার, তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে আবারও সরকার গঠন করতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার রায় হবে, আগে থেকেই হাইকোর্ট এলাকায় মহড়া দিয়েছে বিএনপি। পুলিশ কে মেরে, গাড়ি ভেঙ্গে আসামি ছিনতাই করেছে জঙ্গী স্টাইলে। তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি মাঠ দখলে থাকবে আওয়ামী লীগের, তাই ওই দিন আ’লীগের নেতা কর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, পাড়া-মহল্লায়, রাজপথ দখলে রাখতে হবে। বিএনপি-জামায়াত যেন পালানোর জায়গা না পায়। তবে আইন কেও নিজের হাতে তুলে নেবেন না। বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম শুক্রবার সন্ধ্যায় বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে বঙ্গবন্ধুর ওপর দেশে নির্মিত সবচেয়ে বড় ভাস্কর্য ‘শেকড় থেকে শিখরে’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
×