ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন পিতামাতার সন্তান

প্রকাশিত: ০৪:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮

তিন পিতামাতার সন্তান

মের্ফ সিন্ড্রোম নামে এক বিরল জেনেটিক রোগাক্রান্ত নারীর সুস্থ সবল সন্তানের জন্য তিন পিতামাতার ডিম্বাণু শুক্রাণুর সমন্বয়ে শিশুর জন্মদানে অনুমতি দিয়েছে ব্রিটেনের দ্য হিউম্যান ফার্টিলাইজেশন এ্যান্ড এম্ব্রায়োলজি অথোরিটি (এইচএফইএ)। মের্ফ সিন্ড্রোম হচ্ছে এমন এক বিরল স্নায়ুবিক রোগ যা পিতামাতার জিনের মাধ্যমে তার সন্তানের মধ্যে বাহিত হয়। বয়সের সঙ্গে সঙ্গে এ রোগ আক্রান্তের শরীরে হঠাৎ মাংসপেশীর খিঁচুনি, নিয়ন্ত্রণহীনতা ও দুর্বলতা প্রকট আকার ধারণ করে। এতে রোগীর মৃত্যু হতে পারে। পশ্চিমা বিশ্বে সাধারণত প্রতি এক লাখে একজন মের্ফ সিন্ড্রোম রোগে আক্রান্ত রোগী দেখা যায়। ব্রিটেনের নিউক্যাসেল ক্লিনিকে মের্ফ সিন্ড্রোমে আক্রান্ত মায়ের ডিম্বানু থেকে রোগাক্রান্ত মাইটোকন্ড্রিয়া সরিয়ে অপর এক নারীর সুস্থ মাইটোকন্ড্রিয়া প্রবেশ করিয়ে আইভিএফ প্রযুক্তিতে পিতার শুক্রাণুর সঙ্গে নিষিক্ত করে কন্যা শিশুর জন্ম দেয়া হবে। নিরাপত্তার স্বার্থে নিউক্যাসেল ক্লিনিক শিশুটির পিতামাতার নাম পরিচয় প্রকাশ করেনি। ব্রিটেনে ডিম্বানুর মাইটোকন্ড্রিয়াল পর্যায়ে পরিবর্তনের মাধ্যমে শিশুর জন্মদান নিষিদ্ধ। নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মাইটোকন্ড্রিয়াল রোগ বিশেষজ্ঞ সালভাতোরে ডিমাউরো বলেন, আমি এ সংবাদ শুনে দারুণ খুশি হয়েছি। এ প্রক্রিয়ার মাধ্যমে ভয়ঙ্কর এ রোগমুক্ত শিশুকে জন্ম দেয়া অত্যন্ত খুশির সংবাদ। -গার্ডিয়ান
×