ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

নূপুরের ছন্দে ছায়ানটের নৃত্যোৎসব

প্রকাশিত: ০৪:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০১৮

নূপুরের ছন্দে ছায়ানটের নৃত্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ নৃত্যপ্রেমীদের জন্য সন্ধ্যাটি ছিল মনোরম। প্রধান মিলনায়তনসহ পুরো ভবনটি জুড়ে ধ্বনিত হচ্ছে নূপুরের ছন্দ। মণিপুরী, কত্থক, ভরতনাট্যম একেরপর এক এসব দৃষ্টিনন্দন নৃত্যে দর্শক মুগ্ধ। শীত এবং যানজট উপেক্ষা করে নৃত্যের ছন্দে নিজেকে প্রাণিত করতে অগণিত দর্শকের সমাগম ঘটে ছায়ানটে। প্রধান প্রবেশ দ্বার থেকে শুরু করে পুরো ভবনটিকে সাজানো হয়েছে উৎসবের সাজে। শুক্রবার সন্ধ্যায় ছন্দে ছন্দে ছায়ানটের নাট্যোৎসব ১৪২৪ অনুষ্ঠিত। বাংলাদেশে মণিপুরী নৃত্যে পদ্ধতিগত প্রশিক্ষণ শুরু হয় ছায়ানটে নৃত্যগুরু বিপিন সিংয়ের ছাত্রী শান্তিবালা সিংয়ের মাধ্যমে। তারপর থেকে বিপিন সিংয়ের নৃত্যঘরানা এ দেশে প্রতিষ্ঠা পায়। উপমহাদেশের প্রখ্যাত নৃত্যগুরু বিপিন সিংয়ের একশতম জন্মবার্ষিকী উপলক্ষে এবার এ উৎসব তার নামেই উৎসর্গ করা হয়েছে। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। এরপর নৃত্যগুরু বিপিন সিংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিপিং সিং সম্পর্কে বক্তব্য রাখেন ছায়ানটের নৃত্য বিভাগের প্রধান শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। এরপর শুরু হয় একক ও দলীয় নৃত্য। ছায়ানটের শিল্পীরা দলীয়ভাবে পরিবেশন করে মণিপুরী নৃত্য। মঙ্গলাচরণ দিয়ে শুরু করে বাল্যকৃষ্ণ ও রাধানর্তন পরিবেশনার পর, শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়ম্প্রভা তাথৈয়ের দ্বৈত পরিবেশনায় ছিল পণবদ্ধনর্তন। পরে সোনিয়া রশীদ, ফারহানা আহমেদ ও ছায়ানটের শিল্পীদের দলীয় পরিবেশনায় ছিল প্রবদ্ধনর্তন। এরপর একক নৃত্য পরিবেশন করেন শিল্পী ওয়ার্দা রিহাব, সামিনা হোসেন প্রেমা ও সুইটি দাশ। মণিপুরী নৃত্যে দলীয়ভাবে আরও অংশ নেয় নৃত্যম অনুশীলন কেন্দ্র ও সিলেটের একাডেমি ফর মণিপুরী কালচারাল এ্যান্ড আর্ট। এরপর ছায়ানটের শিল্পীদের দলীয় পরিবেশনায় শুরু হয় ভরতনাট্যম। পরে একক নৃত্য পরিবেশন করেন শিল্পী অমিত চৌধুরী এবং দলীয়ভাবে অংশ নেয় সৃষ্টি কালচারাল সেন্টার ও জাগো আর্ট সেন্টার। সবশেষে পরিবেশন হয় কত্থক নৃত্য। এতে দলীয়ভাবে অংশ নেয় কত্থক নৃত্য সম্প্রদায় ও নৃত্যাঞ্চল। শিল্পী অপরাজিতা মোস্তফা, মাইশা মালিহা অনন্যা ও অবন্তিকা আল রেজার অংশগ্রহণে দলীয় নৃত্যও দর্শকের দৃষ্টি কাড়ে। অনুষ্ঠানে একক নৃত্যে আরও অংশ নেন শিল্পী এসএম হাসান ইশতিয়াক ইমরান। জাতীয়সঙ্গীতের মাধ্যমে শেষ হয় ছায়ানট আয়োজিত এ নৃত্যোৎসব। ঢাকা আর্ট সামিটের চতুর্থ আসর শুরু ॥ এশিয়ার অন্যতম শিল্পকর্ম প্রদর্শনী ঢাকা আর্ট সামিটের উদ্বোধন হয় শুক্রবার সকালে। সামদানী আর্ট ফাউন্ডেশন আয়োজিত চতুর্থবারের মতো এ আয়োজন শুরু হয়েছে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির চিত্রশালা ঘিরে। শিল্প ও স্থাপত্যকে নতুন আঙ্গিকে পরিচয় করিয়ে দিতে এবং দেশের শিল্পকর্ম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে দুই বছর পর পর এ আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। শিল্পী, শিল্পপ্রেমী এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা আর্ট সামিটের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ফারুক সোবহান ও সামদানী আর্ট ফাউন্ডেশনের পরিচালক নাদিয়া সামদানী। প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩৫ দেশের তিন শতাধিক শিল্পী। এবারের এ প্রদর্শনীতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ইরান ও তুরস্কের শিল্পী ও তাদের শিল্পকর্ম। এতে ১২০ জনেরও বেশি বক্তার অংশগ্রহণে শিল্পের বিভিন্ন বিষয়ে থাকছে ১৬টি প্যানেল আলোচনা ও দুইটি সিম্পোজিয়াম। রয়েছে এশীয় শিল্পকর্ম প্রদর্শনীর অন্যতম পুরনো প্ল্যাটফর্ম এশিয়ান আর্ট বিয়েনালের ওপর একটি বিশেষ প্রদর্শনী। যেখানে প্রখ্যাত বাংলাদেশী শিল্পী সফিউদ্দিন আহমেদ, এম এম সুলতানসহ অন্যান্য শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এবারের সব থেকে বড় আগ্রহের জায়গা বাংলাদেশের তরুণ ১১ শিল্পীর বিশেষ প্রদর্শনী। চিলন্ড্রেন ফেয়ার আর্ট পাপেট ওয়ার্ল্ড উৎসব শুরু ॥ লোক সংস্কৃতির অন্যতম মাধ্যম পাপেট শিল্পকলা। দেশের ঐতিহ্যবাহী এ শিল্প মাধ্যম এখন বিলুপ্তির পথে। এ শিল্প মাধ্যমকে বিস্তৃতি লাভে ঢাকা পাপেট থিয়েটার নিয়মিত শো করার পাশাপাশি এ শিল্প মাধ্যমের সাথে শিশুদের পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশে উৎসব আয়োজন করে থাকে।
×