ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর তৃতীয় স্প্যান বসানোর প্রস্তুতি

প্রকাশিত: ০৪:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০১৮

পদ্মা সেতুর তৃতীয় স্প্যান বসানোর প্রস্তুতি

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল মাওয়া থেকে ফিরে ॥ পদ্মা সেতুর তৃতীয় স্প্যান বসানোর প্রস্তুতি চলছে এখন। পাশাপাশি দ্বিতীয় স্প্যানের ওয়েল্ডিং কাজ চলছে। তাই এখনও ভাসমান জাহাজের ক্রেনের সঙ্গে স্প্যানটি যুক্ত করা রয়েছে। এই কাজ শেষ হতে আর কয়েকদিন লেগে যেতে পারে। এরপরই ভাসমান জাহাজ সরিয়ে আনা যাবে। এদিকে মাওয়ার কুমারভোগ বিশেষায়িত কন্সট্রাকশন ইয়ার্ডে তৃতীয় স্প্যানটির চূড়ান্ত রঙের কাজ চলছে। রঙের কাজ শেষ হলেই তৃতীয় স্প্যান ৭সি (সুপার স্ট্রাকচার) নেয়া হবে জাজিরা প্রান্তে। এটি স্থাপন হবে ৩৯ ও ৪০ নং খুঁটিতে। এ পর্যন্ত দেশের ইয়ার্ডে ১২টা স্প্যানের ফেব্রিকেশনের কাজ শেষ হয়েছে। বিশেষায়িত কন্সট্রাকশন ইয়ার্ডে এখনও ১০টি স্প্যান রয়েছে। চীন থেকে আসা ১২টি স্প্যানের মধ্যে ২টি স্থাপন হয়েছে। চীনে আরও ১৬টি স্প্যান শিপমেন্টের জন্য প্রস্তুত রয়েছে। ইতোমধ্যেই পদ্মা সেতুর ৪০ নম্বর খুঁটির কাজ সম্পন্ন। ৩৮ নম্বরের ওয়েল্ডিং শেষে ৩৯ নম্বর পিয়ারের সঙ্গে স্প্যান জোড়া লাগানোর গ্রাউটিংসহ (সিমেন্টের মিশ্রণ) অন্যান্য কাজও এগিয়ে নেয়া হবে। এবার দ্রুততম সময়ের মধ্যে স্প্যানটি স্থাপন করার চেষ্টা চলছে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। তৃতীয় স্প্যানটি স্থান হলে শীঘ্রই পদ্মা সেতু দৃশ্যমান হবে সাড়ে ৪শ’ মিটার। এদিকে পদ্মা সেতুর মাওয়ায় এক নম্বর পিলারের কাজ এগিয়ে চলেছে। তীরে এই খুঁটির ১৬টি পাইলের মধ্যে ৬ নম্বর পাইলের কাজ শেষ হয়েছে। এখন চলছে ১১ নম্বর পাইলের কাজ। এদিকে মাওয়া প্রান্তের সংযোগ সেতুর কাজও এগিয়ে চলেছে। প্রতিদিন পাইল বসছে। আর নদীতে মূল সেতুর পাইলও বসে যাচ্ছে হরদম। পুরোদমে এখন সেতুর কর্মযজ্ঞ চলছে।
×