ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএনডি খালে জরাজীর্ণ পুল॥ ঝুঁকি নিয়ে পারাপার

প্রকাশিত: ০৪:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০১৮

ডিএনডি খালে জরাজীর্ণ পুল॥ ঝুঁকি নিয়ে পারাপার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মিজমিজি পূর্বপাড়া মজিববাগ এলাকায় ডিএনডি খালের ওপর নির্মিত কাঠের পুলটি জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন ছাত্রছাত্রী, আদমজী ইপিজেডের নারী শ্রমিকসহ শত শত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে কাঠের পুলটি পার হয়। বর্তমানে পুলটির কাঠের পাটাতন ভেঙ্গে ডিএনডি খালে পড়ছে। এতে যে কোন সময় কাঠের পুলটি ভেঙ্গে দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা এ স্থানে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানান। জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মিজমিজি পূর্বপাড়া মজিববাগ এলাকায় ১৫-১৬ বছর আগে ডিএনডি’র প্রধান খালের ওপর নির্মিত হয়েছে এই কাঠের পুলটি। এ পুলটি দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী, আদমজী ইপিজেডের নারী শ্রমিকসহ শত শত লোকজন ডিএনডি খালটি পারাপার হচ্ছেন। কিন্তু পুলটি ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পুলের কাঠের পাটাতন পচে গেছে। ফলে কাঠের পাটাতন ভেঙ্গে ডিএনডি খালের পানিতে পড়ছে। বিশেষ করে আদমজী ইপিজেডসহ আশপাশের গার্মেন্টস ফ্যাক্টরির কাজ শুরু ও ছুটির সময় এক সঙ্গে বহু শ্রমিক ঝুঁকিপূর্ণ পুলটি পারাপার হচ্ছে। এতে ব্রিজটি আরও ঝুঁকির মধ্যে পড়ে। পুলটি পার হলেই নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক। এ সড়কের মজিববাগ কাঠের পুল নামে একটি বাসস্ট্যান্ডও নামকরণ হয়েছে। এখান থেকে যাত্রীরা কাঠের পুলটি পার হয়ে বিভিন্ন যানবাহনযোগে নির্ধারিত স্থানে যাতায়াত করছে। শুক্রবার দুপুরে সরেজমিন গিয়েও ঝুঁকিপূর্ণ পুলটি দিয়ে লোকজন পার হতে দেখা গেছে। এ সময় অনেকেই পথচারীরা কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশও করেছেন। মজিববাগ এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান, পুলটি ৬-৭ মাস ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কেউ মেরামত করতে এগিয়ে আসছে না। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর ওমর ফারুক জানান, উক্ত স্থানে একটি পাকা ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ হয়ে গেছে।
×