ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ থেকে মুক্তি পেল ছাত্রী

প্রকাশিত: ০৪:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০১৮

বাল্যবিবাহ থেকে মুক্তি পেল ছাত্রী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ ফেব্রুয়ারি ॥ মধুখালীর কোড়কদী ইউনিয়নের একটি গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর এক কিশোরী স্কুলছাত্রী (১৪)। শুক্রবার দুপুরে এ বিয়ে হওয়ার কথা ছিল ওই কিশোরীর বাড়িতে। জানা গেছে, বিয়ের দিন শুক্রবার দুপুরে বর ও বরযাত্রীরা ওই কিশোরীর বাড়িতে আসেন। বাল্যবিবাহ আয়োজনের এ খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। তখন ইউএনও এ বিয়ে বন্ধ করার জন্য স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের ওই বাড়িতে পাঠান এবং বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন। তবে বিয়ে করতে আসা বর ও বরযাত্রীদের দুপুরের খাবার খাইয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
×