ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে ॥ মেনন

প্রকাশিত: ০৪:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০১৮

অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে ॥ মেনন

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২ ফেব্রুয়ারি ॥ সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশে বৌদ্ধদের ঐতিহ্য রয়েছে। এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। রামুতে দুর্বৃত্তের হামলায় বৌদ্ধ মন্দির ক্ষতিগ্রস্ত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত তা সংস্কার করে দিয়েছেন। সর্বশেষ রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের সময়ও বাংলাদেশের বৌদ্ধদের প্রতি হামলার পরিকল্পনা ছিল। যা মহাজোট সরকার নসাত করতে সক্ষম হয়েছে। তিনি শুক্রবার বিকেলে উপজেলা বুড্ডিস্ট এ্যাসোসিয়েশন আয়োজিত মীরসরাইয়ের দমদমা গ্রামে ত্রিশরন মহারণ্য বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। উপজেলা বুড্ডিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি প্রসার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বড়ুয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। একক সদ্দর্মদেশনা মৈত্রী কথা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুতাঙ্গ সাধক ভদন্ত শরণংকর থের।
×