ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উন্নয়ন সমাবেশে নারী-পুরুষের ঢল

চরবাসী পাচ্ছেন ঘর নলকূপ ও সোলার

প্রকাশিত: ০৪:৩১, ৩ ফেব্রুয়ারি ২০১৮

চরবাসী পাচ্ছেন ঘর নলকূপ ও সোলার

হাসিব রহমান, চর জহিরুদ্দিন থেকে ॥ পরিজা বেগম। বয়স ৪৫। ছুটছেন উর্ধশ্বাসে ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দুর্গম চর জহিরুদ্দিন বাজারের দিকে। শুক্রবার দুপুরে সেখানে চরবাসীর উন্নয়নে এক সমাবেশ হবে। সেই সমাবেশে তাদের ভাগ্যে কি জুটবে তা জানতে দুই কিলোমিটার পথ হেঁটে এসেছেন সমাবেশে। তার মতো প্রায় তিন কিলোমিটার দূর থেকে এসেছেন রহিমা বেগম। তিনি উন্নয়ন সমাবেশে মধ্যমনি ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে কাছ থেকে একনজর দেখার জন্য ছুটে এসেছেন। তিনি এমপি শাওনের মুখ থেকে শুনতে চান ছিন্নমূল পরিবারগুলো উন্নয়নে কী পদক্ষেপ নেবে সরকার। এদের মতো কয়েক হাজার নারী পুরুষের সমাগম ঘটে চর জহিরুদ্দিনের শাজাহান বাজারে। চরাঞ্চলের মানুষের এই উন্নয়ন সভায় সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবাহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, সোনাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর জহিরুদ্দিনের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। কিন্তু বিএনপি জোট সরকারের আমলে চরাঞ্চলের মা বোনরা নদীতে ঝাঁপ দিয়েও তাদের সম্ভ্রম রক্ষা করতে পারেননি। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের জমির ফসল ঘরে তুলতে পারেনি। লাদেন বাবুলের নেতৃত্বে চলে সন্ত্রাস। এমপি শাওন বলেন, এখন আর সেই দিন নেই। চরবাসীর ভাগ্যোন্নয়নে জলবায়ু প্রকল্পের আওতায় মাধ্যমে সোলার প্রকল্পের মাধ্যমে ৩০০ সোলার দিয়ে অসহায় মানুষদের ঘর আলোকিত করা হবে। এক মাসের মধ্যে তজুমদ্দিন উপজেলায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য ১০০টি খাবার পাম্প বসানো হবে। এই চরবাসীও সেই নলকূপ পাবে। তিনি আরও বলেন, গৃহহীন মানুষের জন্য গুচ্ছগ্রাম তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী ছিন্নমূল মানুষের আবাসনের জন্য কাজ করে যাচ্ছেন। প্রতিটি পরিবারকে গৃহনির্মাণ করে দেয়া হবে। এ ঘর পেতে কাউকে কোন টাকা দিতে হবে না। এমপির এই ঘোষণার পরপরই স্থানীয়রা ঢোলবাদ্য বাজিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে। উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে গুচ্ছগ্রাম প্রকল্প-২ এর জাতীয় প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব মাহবুরউল আলম বলেন, মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য প্রধনমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চর জহিরুদ্দিনে দুটি প্রজেক্ট দেয়া হয়েছে।
×