ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী ও আদিবাসীসহ ৫ খুন

প্রকাশিত: ০৪:২৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮

ব্যবসায়ী ও আদিবাসীসহ ৫ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ টঙ্গীতে ব্যবসায়ী, দিনাজপুরে আদিবাসী, দৌলতপুরে যুবক, রংপুরে মাদ্রাসা ছাত্র ও নওগাঁয় এক ব্যক্তি খুন হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। . টঙ্গী বৃহস্পতিবার গভীর রাতে টঙ্গীর সাতাইশ স্কুলের কাছে মাগুরার এক আড়তদার ফল ব্যবসায়ীকে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। তার নাম জবেদ আলী মোল্লা (৫৫)। তার পিতার নাম গফুর মোল্লা। মাগুরার মোহাম্মদপুর থানার শিরগ্রামে তার বাড়ি। কি কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তা বলতে পারছে না। এলাকাবাসীর ধারণা, ব্যবসায়িক লেনদেন অথবা ছিনতাইকারীর কবলে পড়ে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে। নিহত জবেদ আলী ঢাকার কাওরান বাজার, গাজীপুর ও মাগুরায় পাইকারি ফলের আড়তদারি ব্যবসা করতেন। . দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় পরকীয়ার জের ধরে সেফলা টুডু (৬০) নামে এক আদিবাসীকে প্রতিপক্ষরা পিটিয়ে মেরে ফেলেছে। শুক্রবার সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেফলা টুডু উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত জেটু টুডুর ছেলে। বৃহস্পতিবার রাত ১২টায় নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের শ্রীরামপুর আদিবাসী গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টায় তাদের পিতা রাতে ভাত খাওয়ার পর, বাড়ির পাশে সেচ পাম্পের ঘরে শোয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। এর দু’ঘণ্টা পর গ্রামের লোকজন তাদের জানায়, প্রতিবেশী মৃত সোনারাম সরেনের ছেলে রিপন সরেন তাদের পিতা সেফলা টুডুকে মেরে আহত করেছে। খবর পেয়ে তারা প্রতিবেশী রিপন সরেনের বাড়ির পাশে গিয়ে দেখতে পায়, সেফলা টুডু গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। সেফলা টুডুকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টায় তিনি মারা যান। এলাকাবাসী জানায়, নিহত সেফলা টুডুর সঙ্গে একই এলাকার মৃত সোনারাম সরেনের বিধবা স্ত্রী গোলাপী মুরমুর পরকীয়ার সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে সেই সম্পর্কের সূত্র ধরে সেফলা টুডু জানালা দিয়ে গোলাপী সরেনকে ডাক দেয়। গোলাপী সরেনের ছেলে রিপন সরেন টের পেয়ে সেফলা টুডুকে প্রচন্ড মারপিট করে। রিপনের পরিবারের সদস্যরা পরকীয়ার সম্পর্কের কথা অস্বীকার করে জানায়, সেফলা টুডু বিধবা গোলাপীকে প্রায় উত্ত্যক্ত করত। . দৌলতপুর, কুষ্টিয়া দৌলতপুরে পরকীয়ার বলি হয়েছে রনি (২৫) নামে এক যুবক। হত্যার পর তার লাশ চিলমারীর দুর্গম পদ্মার চরে বালি দিয়ে চাপা দেয়া হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই চরের বালির ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকু-ি তাজপুর গ্রামের নাহারুল ইসলামের ছেলে রনি একই এলাকার সিঙ্গাপুর প্রবাসী আফাজ উদ্দিনের স্ত্রী সীমা’র সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এরই জের ধরে এক সপ্তাহ আগে রনিকে অপহরণ করা হয়। পরে তাকে হত্যা করে লাশ চরের মধ্যে বালি চাপা দেয়া হয়। শেয়ালে তার লাশের কিছু অংশ টেনে তুললে স্থানীয়রা তা দেখে দৌলতপুর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে মর্গে প্রেরণ করে। লাশ উদ্ধারের খবর পেয়ে নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে জ্যাকেট দেখে রনি’র লাশ বলে শনাক্ত করে তার পরিবারের লোকজন। এ ঘটনায় সোনাইকু-ি তাজপুর গ্রামের প্রবাসী আফাজ উদ্দিনের স্ত্রী সীমা ও তার দেবর নাসির (৩৫) ও নিহত রনি’র বন্ধু পিয়াসকে আটক করেছে পুলিশ। . রংপুর রংপুর মহানগরীর ভগিবালা এলাকার রহমানিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থী তানভীর আব্দুল্লাহ তালহার (১৩) মস্তক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই মাদ্রাসা সংলগ্ন ভগিবালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রাচীর সংলগ্ন সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে মস্তকটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে ভগিবালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে তালহার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, তালহা হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার শিক্ষকসহ ৯ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। আটকরা হলেন, ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মেহেদী হাসান, সহকারী শিক্ষক হাফেজ ইমরান হোসেন, মসজিদের খাদেম নাজমুল হক, মোয়াজ্জিন তাসকিরুল ইসলাম, শিক্ষার্থী আজাহার, রেজাউল করিম, মানিক, আরমান ও ফেরদৌস। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, বুধবার আছর নামাজের পর থেকে তালহা নিখোঁজ হয়। বৃহস্পতিবার বিকেলে মসজিদের দ্বিতীয় তলা থেকে তালহার মস্তকবিহীন মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে। সাইফুর রহমান আরও জানান, শুক্রবার স্থানীয়দের সহায়তায় নিখোঁজ মস্তক উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে ভগিবালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রাচীর সংলগ্ন সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে লাল কাপড়ে মোড়ানো তার মস্তক উদ্ধার করা হয়। . নওগাঁ শুক্রবার দুপুরে রানীনগরে রেলগেট সংলগ্ন শিমুলতলী রেললাইনের খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরনে ফুলপ্যান্ট, গায়ে ফুলশার্ট ও সোয়েটার এবং পায়ে স্যান্ডেল ছিল বলে রানীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানিয়েছেন।
×