ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুবির ইসিই ডিসিপ্লিনের পুনর্মিলনী

প্রকাশিত: ০৪:২৭, ৩ ফেব্রুয়ারি ২০১৮

খুবির ইসিই ডিসিপ্লিনের  পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইলেক্ট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিন ও ডিসিপ্লিনের এলামনাই এ্যাসোসিয়েশনের (ইকেএএ) উদ্যোগে ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুবি’র ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এলামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মায়নুল আকতার মোঃ কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও খুবির ইসিই ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা প্রধান প্রফেসর ড. মোজাম্মেল হক আজাদ খান, খুবির বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রেজাউল হক, ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমাত কাদিও এবং প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান।
×