ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৬, ৩ ফেব্রুয়ারি ২০১৮

সাতক্ষীরায় ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩২ ধারা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জী, এড. আবুল কালাম আজাদ, সাধারণ আব্দুল বারি, মমতাজ আহমেদ বাপ্পি, প্রমুখ। বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন উল্লেখ করে বলেন, ৩২ ধারা পাস হলে অনুসন্ধানী সাংবাদিকতা মারাত্মকভাবে বাধার সম্মুখীন হবে। বক্তারা ৩২ ধারার তীব্র নিন্দা জানিয়ে এ আইন বাতিলের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
×