ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সখীপুরে ৩৭ কমিউনিটি ক্লিনিকে দুই মাস ওষুধ নেই

প্রকাশিত: ০৪:২৪, ৩ ফেব্রুয়ারি ২০১৮

সখীপুরে ৩৭ কমিউনিটি  ক্লিনিকে দুই মাস ওষুধ নেই

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২ ফেব্রুয়ারি ॥ সখীপুর উপজেলার ৩৭ কমিউনিটি ক্লিনিকে দুই মাস ধরে প্রায়োজনীয় ওষুধ নেই। গ্রামীণ জনপদে মহিলা ও শিশুদের সেবার জন্য প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক কাক্সিক্ষত সেবা দিতে পারছে না। ফলে দুস্থ ও সাধারণ অসহায় রোগী ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে। চিকিৎসা সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন গ্রাম পর্যায়ের সাধারণ জনগণ। জানা যায়, স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছাতে গ্রামীণ পর্যায়ে সখীপুর উপজেলাতে ৩৭ কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সরকার। ক্লিনিকগুলো থেকে বিনা খরচে চিকিৎসা ও ওষুধ দেয়া হয় রোগীদের। কিন্তু কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রায় ২ মাস ধরে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সঙ্কট থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্লিনিকগুলোতে দায়িত্বে থাকা কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) অভিযোগ, প্রায় দুই মাস ধরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ বরাদ্দ পাওয়া যাচ্ছে না। তবু তাদের সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ক্লিনিক খুলে হাত-পা গুটিয়ে বসে থাকতে হয়। ক্লিনিকগুলোতে ওষুধ না পেয়ে গরিব রোগীরা কষ্ট পেয়ে বাড়ি ফেরেন। কেউ কেউ প্রোভাইডারের ওপর চড়াও হন। সরেজমিনে দেখা যায়, বাসার চালা কমিউনিটি ক্লিনিকের সামনে ৮-১০ রোগী ওষুধ নিতে দাঁড়িয়ে আছেন। ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি শাহেদ ইমরান লতিফ এ সময় কক্ষ থেক বেরিয়ে তাদের উদ্দেশে বলেন, ক্লিনিকে ওষুধ নেই। এ সময় সেবা নিতে আসা সাড়াসিয়া গ্রামের কুলসুম বেগম (৫০) ক্ষুব্ধ কণ্ঠে বলেন, সরকার যদি ওষুধ না দেয়, তা হইলে ক্লিনিক দিছেন ক্যান। এ বিষয়ে জানতে চাইলে সিএইচসিপি শাহেদ ইমরান লতিফ বলেন, ক্লিনিকে প্রায় ২ মাস যাবত কোন ওষুধ সরবরাহ নেই। যে কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ফিরে যেতে হচ্ছে ওষুধ না নিয়েই। ওষুধ থাকাবস্থায় দৈনিক ৬০-৭০ রোগীকে সেবা দিয়েছি। আর এখন ১০-১৫ রোগীকে সেবা দিতেই মুশকিল হয়ে পড়েছে। খুংগারচালা কমিউনিটি ক্লিনিকে গিয়ে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। চিকিৎসা নিতে আসা ওই এলাকার নওশের আলী (৬০) অভিযোগ করে বলেন, ক্লিনিকটি প্রায় দিনই বন্ধ থাকে। হঠাৎ কোন দিন খোলা থাকলেও ওষুধ পাই না। এ বিষয়ে কচুয়া ও গড়বাড়ি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এসএম রওশন জলিল বলেন, ওষুধ না থাকার সমস্যা রোগীরা বুঝতে চান না। অনেক রোগীই ক্ষুব্ধ হয়ে ওঠে। তারপরও চুপচাপ বসে থাকি। সিসিতে ওষুধ না থাকায় রোগীদের সেবা দিতে পারছি না। এদিকে ওষুধ না থাকলেও সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ক্লিনিক খুলে বসে থাকতে হচ্ছে আমাদের। এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাফিউল করিম খান জানান, ওষুধের চাহিদা পাঠানো হয়েছে। এখনও ওষুধ বরাদ্দ পাওয়া যায়নি, তাই দেয়া সম্ভব হচ্ছে না।
×