ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরিবেশ ও জীবন বাঁচাতে সাভারে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৪, ৩ ফেব্রুয়ারি ২০১৮

পরিবেশ ও জীবন বাঁচাতে সাভারে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২ ফেব্রুয়ারি ॥ বিষাক্ত শিল্প বর্জ্য থেকে এলাকার খাল-বিল, নদী-নালা, পরিবেশ রক্ষার্থে ও জীবন বাঁচাতে শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের সহস্রাধিক মানুষ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এ সময় বক্তারা বলেন- সাভারের বলিয়ারপুর, যাদুরচর, চান্দুলিয়া, জয়নাবাড়ি, হেমায়েতপুর ও আলমনগর এলাকায় পাঁচ লক্ষাধিক মানুষের বসবাস। এখানে আলমনগর ও আমীন মোহাম্মদ নামে দু’টি আবাসিক প্রকল্প অবস্থিত এবং সেখানে প্রায় এক লাখ লোক বসবাস করছে। শত শত বছর পূর্ব থেকে এ এলাকায় মানুষ আবাসিক এলাকা হিসেবে বসবাস করে আসছে। সম্প্রতি ‘জালালাবাদ গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠান এ আবাসিক এলাকায় জমি ক্রয় করে ‘জালালাবাদ মেটাল লিমিটেড’ নামের একটি টিন তৈরির কারখানা নির্মাণ করতে চলেছে। এ মেটাল ফ্যাক্টরি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হবে যা পরিবেশ এবং মানব শরীরের জন্য অতি ক্ষতিকর। এ ধরনের গ্যাসের প্রতিক্রিয়ায় বিকলাঙ্গ সন্তান জন্মের সম্ভাবনা রয়েছে এবং ছোট বাচ্চা ও বয়স্কদের শ^াসকষ্টের প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এলাকাবাসী জীবন থাকতে এ আবাসিক এলাকায় জালালাবাদ মেটাল ফ্যাক্টরি কোনভাবেই নির্মাণ করতে দিবে না। সে জন্য এলাকাবাসী একত্রিত হয়ে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবে। ছাড়পত্র না দেয়ার জন্য পরিবেশ অধিদফতরে লিখিত আবেদন করা হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন আলমনগর হাউজিং সোসাইটির চেয়ারম্যান আলম চাঁন, সাভার থানা আহসান হাবীব, কবির হোসেন, নাসির উদ্দিন প্রমুখ।
×