ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাটহাজারীতে বনাঞ্চল ঘেঁষে অবৈধ ইটভাঁটি

প্রকাশিত: ০৪:২৩, ৩ ফেব্রুয়ারি ২০১৮

হাটহাজারীতে বনাঞ্চল ঘেঁষে অবৈধ ইটভাঁটি

নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়ার পশ্চিমে সংরক্ষিত বনাঞ্চলে ও জনবসতিপূর্ণ শিক্ষা-প্রতিষ্ঠান ঘেঁষে নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ইটভাঁটি স্থাপন করা হয়েছে। এসব ইটভাঁটিতে কাঁচামাল হিসেবে পাহাড়ি ও কৃষি জমির মাটি ব্যবহার এবং জ্বালানি হিসেবে সংরক্ষিত বনাঞ্চলের গাছ ব্যবহার করা হচ্ছে। এতে কোটি কোটি টাকার বনজ সম্পদ ধ্বংস হওয়াসহ প্রাকৃতিক ভারসাম্যও হুমকির মুখে। অথচ অবৈধভাবে গড়ে ওঠা এসব ভাঁটির বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না । উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের পাশে অবৈধভাবে ইটভাঁটি স্থাপন করা হয়েছে। এসব ইটভাঁটির মধ্যে চারিয়া এলাকার পশ্চিমে ২২টি, কাটিরহাট ও শান্তিরহাটে ২টি, ফতেয়াবাদ ও চৌধুরীহাটে ৫টি। এসবের মধ্যে বেশিরভাগ ইটভাঁটির কোন পরিবেশ ছাড়পত্র নেই। আবার এই সব ভাঁটির কাঁচামাল হিসেবে পাহাড়ি, কৃষি জমির মাটি ব্যবহার নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। অধিকাংশ ভাঁটিতে জ্বালানি হিসেবে সংরক্ষিত বনাঞ্চলের ছোট-বড় পাহাড়ি গাছ কেটে কাঠের মজুদ করা হচ্ছে। উজাড় হচ্ছে কোটি টাকার পাহাড়ি বনজ সম্পদ। কয়লা দিয়ে ইট পোড়ানোর নির্দেশনা থাকলেও কয়েকটি ইটভাঁটি ছাড়া বেশির ভাগই ভাঁটির মালিক তা মানছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক ইটভাঁটির এক কর্মচারী বলেন, সব বিভাগকে টাকা দিয়ে ম্যানেজ করে ইটভাঁটির কাজ করি। শুধু তা নয় ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠন, নানা ধরনের অনুষ্ঠানে চাঁদা দিতে হয়।
×