ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে ৩শ’ বছরের পুকুর এখন ভাগাড় ॥ হুমকিতে পরিবেশ

প্রকাশিত: ০৪:২১, ৩ ফেব্রুয়ারি ২০১৮

সাভারে ৩শ’ বছরের  পুকুর এখন ভাগাড় ॥ হুমকিতে পরিবেশ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২ ফেব্রুয়ারি ॥ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের পালপাড়া বড় আখড়া সংলগ্ন ৩শ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী পুকুরটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। প্রায় অর্ধমাস ধরে সেখানে ফেলা হচ্ছে ময়লা-আর্বজনা। প্রচন্ড দুর্গন্ধে একদিকে যেমন এলাকার জনস্বাস্থ্য হুমকির মুখে, অপরদিকে একই সঙ্গে নষ্ট হচ্ছে পবিত্রতা। পরিবেশ অধিদফতর, জেলা প্রশাসক, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে এ ব্যাপারে লিখিত আবেদন জানিয়েও কোন ফল হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী শুক্রবার দুপুরে পুকুরের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। এলাকাবাসী বলেন, ৩শ’ বছর আগে তাদের পূর্ব পুরুষরা এ পুকুরটি খনন করে পালপাড়াস্থ শ্রী শ্রী ষড়ভূজ মহাপ্রভুর মন্দির প্রপন্নাশ্রম প্রতিষ্ঠা করেন। এ মন্দিরে নিত্য পূজাসহ অষ্টপ্রহর, অষ্টকালীন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নিয়মিতভাবে হয়ে আসছে। মন্দিরের যাবতীয় পূজা-পার্বণসহ অনুষ্ঠানাদিতে মন্দিরের ব্যবহৃত এবং মন্দির লাগোয়া পুকুর হতে জল সংগ্রহ করে এলাকার হিন্দু সম্প্রদায়ের বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাসন, তর্পণ ইত্যাদি মাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন করা হয়। এছাড়া এ পুকুরে বিভিন্ন উৎসবে দূর-দূরান্ত হতে আগত পুণ্যার্থীগণ পুণ্যস্নান করে থাকেন। গ্রীষ্মকালে এ পুকুরটি এলাকার জনসাধারণের স্নানসহ নিত্য ব্যবহার্য একমাত্র জলাধার। কিন্তু এ পুকুরে পৌরসভার ভ্যান দ্বারা দুর্গন্ধযুক্ত ময়লা ফেলে ভরাট করা হচ্ছে।
×