ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে চিকিৎসার অবহেলায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৪:১৮, ৩ ফেব্রুয়ারি ২০১৮

যশোরে চিকিৎসার অবহেলায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ডাক্তার এবং সেবিকাদের অবহেলায় রুপা ওরফে মিনা (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। মেয়েটির মৃত্যুর পর হাসপাতালে লোকজন হইচই শুরু করেন। রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের স্টাফদের বাগবিতন্ড হয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে। রুপা শহরতলীর ঝুমঝুমপুর মান্দারতলার ইনসার আলী ওরফে আতিকুর রহমানের মেয়ে। সে সদর উপজেলার রূপদিয়া গ্রামে নানা মৃত আহম্মেদ আলীর বাড়িত থাকত। পাশেই নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ালেখা করত। তার বাবা ইনসার আলী শারীরিক প্রতিবন্ধী। তিনি বলেন, আমি অটোরিক্সা চালিয়ে সংসার চালাই। আমার এক ছেলে ইমরান হোসেন (১৬) ও একমাত্র মেয়ে রুপা। শুক্রবার সকালে রুপার ডায়রিয়া হলে তাকে যশোর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করি। হাসপাতালে আনার পরে আমার মেয়ে দুই-তিনবার পায়খানা করে। গন্ধের কারণে দীর্ঘ দুই ঘণ্টায়ও কোন ডাক্তার বা নার্স তার কাছে আসেনি, চিকিৎসাও দেয়নি। সময়মতো চিকিৎসা পেলে মেয়েটি বেঁচে যেত। তিনি অভিযোগ করেন, শুধু ডাক্তার ও নার্সদের অবহেলার কারণে তার মেয়ে মারা গেছে। মা হামিদা বেগম ও ভাই ইমরান হোসেন জানান, রুপার চিকিৎসা দিতে ওয়ার্ডে আয়া নার্গিস ৩০০ টাকা উৎকোচ দাবি করে। টাকা না দেয়ায় সে রোগীর কাছে আসেনি। দুই ঘণ্টার মাথায় ডাক্তার ও নার্স একই সঙ্গে রুপার কাছে আসে। কিন্তু তখনই সে মারা যায়। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে কীটনাশক পান করা একজন ভর্তি হয়। আমি তাকে প্রোপার চিকিৎসা দিয়ে মহিলা মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দিই। পরে কেন, কীভাবে সে মারা গেল আমার জানার কথা নয়।
×