ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিদেল ক্যাস্ট্রোর বড় ছেলের আত্মহত্যা

প্রকাশিত: ০৪:০১, ৩ ফেব্রুয়ারি ২০১৮

ফিদেল ক্যাস্ট্রোর বড় ছেলের আত্মহত্যা

কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর বড় ছেলে ফিদেল এ্যাঞ্জেল ক্যাস্ট্রো দিয়াজ বালার্ত (৬৮) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে হাভানা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে কিউবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্রানমা উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। খবর বিবিসি ও গার্ডিয়ানের। গ্রানমা জানায়, ফিদেলিতো বিষণœতায় ভুগছিলেন। এজন্য কয়েকমাস ধরেই তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। বাবার চেহারার সঙ্গে মিল থাকার কারণে তাকে সবাই ফিদেলিতো (ছোট ফিদেল) বলে ডাকত। কিউবার পরমাণু কর্মসূচীর প্রধান ছিলেন তিনি। ফিদেলিতোর জন্ম ১৯৪৯ সালে। তার মায়ের নাম মার্তা দিয়াজ-বালার্ত। কিউবা বিপ্লবের আগে মার্তার সঙ্গে ক্যাস্ট্রোর বিয়ে হয়েছিল। তবে তা বেশিদিন টেকেনি। বাবার পথে হাঁটলেও ক্যাস্ট্রো ছেলেদের কেউ রাজনীতিতে উচ্চাভিলাস দেখাননি। তার ভাই টনি ক্যাস্ট্রো বেস বল খেলোয়াড় হিসেবে বেশি পরিচিত। সাবেক সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করা ফিদেলিতো নিজে ছিলেন পদার্থবিদ। কিউবান একাডেমি অব সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট তিনি। ১৯৮০-৯০ সাল পর্যন্ত কিউবার পরমাণু কর্মসূচীর প্রধান ছিলেন ফিদেলিতো। এই পদ থেকে তার বাবাই তাকে সরিয়ে দিয়েছিলেন। বাবার মৃত্যুর এক বছর পার হওয়ার পরপরই আত্মহননের পথ বেছে নিলেন ফিদেলিতো। রাষ্ট্রীয় টেলিভিশনে ফিদেলিতোর শেষকৃত্য পারিবারিকভাবে করা হবে বলে জানান হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। মায়ের সূত্রে যুক্তরাষ্ট্রে ফিদেলিতোর অনেক কিউবান আত্মীয় রয়েছে।
×