ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্লাসে বাগ্বিতন্ড

যুক্তরাষ্ট্রে ১২ বছরের শিক্ষার্থীর গুলিতে আহত পাঁচ

প্রকাশিত: ০৪:০০, ৩ ফেব্রুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রে ১২ বছরের শিক্ষার্থীর গুলিতে  আহত পাঁচ

যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসে ক্লাসে বাগ্বিতন্ডর এক পর্যায়ে ১২ বছরের এক শিক্ষার্থী সহপাঠীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ মেয়েটিকে গ্রেফতার করেছে। ওয়েস্টলেক ডিস্ট্রিক্টের সালভাদোর ক্যাস্ট্রো মিডল স্কুলে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। -খবর বিবিসি ঐচ্ছিক একটি বিষয়ে ক্লাসে এ ঘটনা ঘটে। বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা সেখানে একসঙ্গে ক্লাস করছিল। আহতদের মধ্যে ১৫ বছরের এক কিশোরের মাথায় গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরেক কিশোরীর হাতে গুলি লেগেছে। এ ছাড়া ১১ ও ১২ বছরের দুই শিক্ষার্থী এবং ৩০ বছরের এক নারী সামান্য আঘাত পেয়েছেন বলে জানায় পুলিশ। তারা কেউ গুলিবিদ্ধ হয়নি। লস এ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) ১২ বছরের ওই শিক্ষার্থীকে কিশোর অপরাধ আইনে গ্রেফতারের খবর নিশ্চিত করে জানায়, তার বিরুদ্ধে অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্রের যথেচ্ছা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। গত দুই সপ্তাহের কম সময়ে যুক্তরাষ্ট্রে স্কুলে এটি তৃতীয় গুলির ঘটনা। গত ২৩ জানুয়ারি কেন্টাকির একটি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত এবং ১৭জন আহত হয়।
×