ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির অভিযোগ অস্বীকার ওয়েনস্টিনের, রোজের না

প্রকাশিত: ০৩:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০১৮

যৌন হয়রানির অভিযোগ অস্বীকার ওয়েনস্টিনের, রোজের না

পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপিত হওয়ার কথা হলিউড অভিনেত্রী রোজ ম্যাকগোয়ান অস্বীকার করেছেন। বুধবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন সেরকম কিছু আসলেই ঘটেনি। হার্ভে ওয়েস্টিনকে শূকরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘আপনি জান যে, আমি যা বলেছি তা সত্য। এটি মোটেই পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয় নাই।’ তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাক। সিটিভি নিউজ ও গার্ডিয়ান। হলিউডের বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েনস্টিনের বিরুদ্ধে অভিনেত্রী রোজ ম্যাকগোয়ান যৌন নির্যাতনের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। নিজ জীবনের স্মৃতিকথা ‘ব্রেভ’-এ ম্যাকগোয়ান উল্লেখ করেন যে, কীভাবে বিশ বছর আগে প্রথম পরিচয়ের পরই ওয়েনস্টিন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ম্যাকগোয়ানের স্মৃতিকথামূলক গ্রন্থ ‘ব্রেভ’ ৩০ জানুয়ারি মঙ্গলবার বিশ্বব্যাপী প্রকাশিত হয়। স্মৃতিকথায় ম্যাকগোয়ান বলেন, ওয়েনস্টিনের সঙ্গে যখন তার দেখা হয় তখন তার বয়স ছিল ২৩ বছর। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর থেকে তিনি তাকে একটি ‘দানব’ ছাড়া আর কিছু ভাবতে পারেন না। এর আগেও ম্যাকগোয়ান হার্ভে ওয়েনস্টিনের বিরুদ্ধে তার সঙ্গে যৌন নির্যাতনের কথা প্রকাশ্যে বলাবলি করতেন। কিন্তু হার্ভে ওয়েনস্টিনের প্রভাব এত ব্যাপক ছিল যে, কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি হয়নি। স্মৃতিকথায় ম্যাকগোয়ান লিখেছেন যে, ১৯৯৭ সালের সানডে ফিল্ম ফেস্টিভ্যালে তার অভিনীত ‘গোয়িং অল দ্য ওয়ে’ ছবির প্রদর্শনীতে তিনি অনেকের সঙ্গে বসে চলচ্চিত্রটি দেখেন। তার কাছাকাছি আসনে ওয়েনস্টিনও বসেছিলেন।
×