ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোলকোস্ট কমনওয়েলথ গেমস

ভারোত্তোলনে পদকজয়ের আশা মাবিয়ার

প্রকাশিত: ০৭:০৭, ২ ফেব্রুয়ারি ২০১৮

ভারোত্তোলনে পদকজয়ের  আশা মাবিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে প্রথমবারের মতো পদকের সম্ভাবনা দেখছে বাংলাদেশ। সেক্ষেত্রে প্রত্যাশা ছেলেদের তুলনায় নারী ওয়েট লিফটারদের প্রতি বেশি দলীয় কোচের। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ বেশ আত্মবিশ্বাসী করছে ভারোত্তোলকদের। তবে সম্ভাবনাময়দের বিশেষ ক্যাম্পের আওতায় আনলে তা আরও ইতিবাচক হতো বলে মনে করেন তারা। কমনওয়েলথ গেমসের জন্য ভারোত্তোলকদের প্রস্তুতি চলছে গত অক্টোবর থেকে। এমন অনুশীলন মাবিয়া-শিমুলরা করবেন আরও মাস দুয়েক। আসরে পাঁচটি ওজন ক্যাটাগরিতে লড়বেন বাংলাদেশের প্রতিনিধিরা। যার মধ্যে শিমুল কান্তি সিংহ ছাড়া বাকি চারজনই নারী দলের। তবে কোচের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে মাবিয়া আক্তার সীমান্ত। তার সাম্প্রতিক ফর্ম স্বপ্ন দেখাচ্ছে প্রথমবারের মতো কমনওয়েলথে পদকজয়ের। সিনিয়র পর্যায়ে না এলেও যুব কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক আছে বাংলাদেশের। ২০১৫ সালে সেটি এসেছিল মাবিয়ার হাত ধরেই। এর পরের বছর সাফ চ্যাম্পিয়নশিপেও স্বর্ণজয় করেন তিনি। আগামী ৪ এপ্রিল থেকে অস্ট্রেলিয়ার গোলকোস্টে বসবে কমনওয়েলথ গেমসের ২১তম আসর।
×