ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কারাতে ফেডারেশন প্রার্থীরা মাঠে

ভোটের আগে কাদা ছোড়াছুড়ি

প্রকাশিত: ০৭:০৬, ২ ফেব্রুয়ারি ২০১৮

ভোটের আগে কাদা ছোড়াছুড়ি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাচন। হাতে বাকি এক সপ্তাহেরও কম সময়। অথচ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত দুই প্যানেলের সদস্যরা। একে অন্যের বিরুদ্ধে আনছেন নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগ। আর অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা। সারাদেশের ক্রীড়া ফেডারেশন কিংবা এ্যাসোসিয়েশনগুলো যখন ঝুঁকছে এ্যাডহক কমিটিতে তখন ব্যতিক্রম কারাতে ফেডারেশন। ২০০৬ সাল থেকে যেখানে নিয়মিত বিরতিতেই অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। তবে মাঠের কারাতে খেলার মতোই নির্বাচনের ঠিক আগ মূহূর্তে প্রার্থীরা নেমেছেন কথার মল্লযুদ্ধে। কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতিসহ ১৫ অভিযোগ এনে গত ২৩ জানুয়ারি সভাপতি বরাবর চিঠি দেন ফেডারেশনের ৫ সদস্য। এর আগে পদত্যাগ করেন ৬ জন। গত চার বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আলী আহসান বাদল। মূলত খেলোয়াড়দের কোটায় আদম পাচারে ব্যর্থ হওয়ায় একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার করছে বলে অভিযোগ করেন তিনি। আর প্রধান নির্বাচন কমিশনার সতর্ক করলেন প্রার্থীদের। আগামী ৬ ফেব্রুয়ারির নির্বাচনের ২৪ পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪০ প্রার্থী। যেখানে মোট ভোট ৫০টি।
×