ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিলানকে রুখে দিল ল্যাযিও

প্রকাশিত: ০৭:০৫, ২ ফেব্রুয়ারি ২০১৮

মিলানকে রুখে দিল ল্যাযিও

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানকে রুখে দিয়েছে ল্যাযিও। বুধবার সানসিরোতে গোলশূন্য ড্র করেছে তারা। এর ফলে দ্বিতীয় লেগের জয়ী দলই ফাইনালের টিকেট নিশ্চিত করবে। যেখানে তাদের প্রতিপক্ষ জুভেন্টাস অথবা আটালান্টা। তবে প্রথম সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতে টুর্নামেন্টের ফাইনালে ইতোমধ্যেই এক পা দিয়ে রেখেছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির জুভেন্টাস। তবে নিজেদের মাঠে দারুণ সুযোগ পেয়েছিল এসি মিলান। বিশেষ করে দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে। খালি মাঠ পেয়েও গোলের সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি মিলানের তুর্কিস মিডফিল্ডার হাকান কালহানোগলু। সুযোগ পেয়েছিল সফরকারীরাও। কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারেনি ল্যাযিও। ইতালিয়ান সিরি’এ লীগের শীর্ষ গোলদাতা সিরো ইম্মোবিলও বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করেন। তবে এসি মিলানের মাঠে গোলশূন্য ড্র করে নিয়ে যাওয়াতেই সন্তুষ্ট ল্যাযিও। দলের তুর্কিস মিডফিল্ডার গাট্টুসো তো ম্যাচের শেষেই সোজাসাপ্টা জানিয়ে দেন, ‘কোন গোল না খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রতিপক্ষের মাঠে গোল খাওয়াটা ঘরের মাঠে দুই গোলের সমান।’ আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইতালিয়ান কাপের দ্বিতীয় লেগ। সেই ম্যাচে যে স্বাগতিক দল হিসেবে এগিয়ে থেকেই মিশন শুরু করবে ল্যাযিও তা আর বলার অপেক্ষা রাখে না। এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে ল্যাযিও। গত পাঁচ বছরের মধ্যে তিনবারই ফাইনালের টিকেট কেটেছে তারা। ২০১৫ এবং ২০১৭ সালে জুভেন্টাসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের। মাঝে ২০১৬ সালে এই মিলানের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় ল্যাযিওর।
×