ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লীগ, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির অসহায় হার, ইনজুরি থেকে ফিরে ১১ সেকেন্ডেই গোল এরিকসেনের, অভিষেকে হারের স্বাদ সানচেজের, চেলসি ০-৩ বোর্নমাউথ, ম্যানচেস্টার সিটি ৩-০ ওয়েস্টব্রুমউইচ, ;###;টটেনহ্যাম হটস্পার ২-০ ম্যানচেস্টার ;###;ইউনাইটেড

শিরোপার সুবাস পাচ্ছে ম্যানচেস্টার সিটি

প্রকাশিত: ০৭:০৫, ২ ফেব্রুয়ারি ২০১৮

শিরোপার সুবাস পাচ্ছে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ লীগ শেষ হতে এখনও বাকি ১৩টি করে ম্যাচ। অথচ এখনই ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা প্রায় নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার সিটি। ২৫ রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পেপ গার্ডিওলার সিটি এগিয়ে গেছে ১৫ পয়েন্টে। বুধবার রাতে ম্যানইউ, চেলসির হারে ট্রফির ঘ্রাণ পেতে শুরু করেছে সিটিজেনরা। সেই সঙ্গে এ্যাগুয়েরো, ব্রুইনেরা জিতেছেন নিজেদের ম্যাচ। ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে এ্যান্টোনিও কন্টের চেলসি। আর টটেনহ্যামের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে ২-০ গোলে। দুই পরাশক্তি হারলেও ম্যানসিটি জয়ের ধারা ধরে রেখেছে। নিজেদের মাঠ ইতিহাদে সিটিজেনরা ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্টব্রুমউইচকে। বর্তমানে শীর্ষে থাকা ম্যানসিটির পয়েন্ট ৬৮। ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ, তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৫০। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে চতুর্থ স্থানে চেলসি। বাজে হারে তিনে ওঠার সুযোগ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। সদ্যই এ্যাথলেটিক বিলবাও থেকে রেকর্ড ৫৭ মিলিয়ন পাউন্ডে দলভুক্ত করা ডিফেন্ডার আমেরিক লাপোর্তেকে মাঠে নামান সিটি কোচ। ১৯ মিনিটে ফার্নান্ডিনহোর গোলে এগিয়ে যায় সিটি। বিরতির পর ৬৮ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে ব্যবধান দ্বিগুণ হয় গার্ডিওলার দলের। ম্যাচ শেষের এক মিনিট আগে জয় নিশ্চিত করা গোলটি করেন তুখোড় ফর্মে থাকা সার্জিও এ্যাগুয়েরো। স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয়ার্ধের তিন গোলে বোর্নমাউথের জয় নিশ্চিত হয়। ৫১ মিনিটে ক্যালাম উইলসন সফরকারীদের এগিয়ে দেন। ৬৪ ও ৬৭ মিনিটে জুনিয়র স্ট্যানিসলাস ও ন্যাথান আকে পরপর দুই গোল করলে চেলসির বড় হার নিশ্চিত হয়। ম্যাচ শেষে চেলসি কোচ এ্যান্টোনিও কন্টে বলেন, আমাদের এই খারাপ ফলাফল মেনে নিতেই হবে। একই সঙ্গে মানতে হবে এবারের মৌসুমে আমরা সব ম্যাচেই লড়াই করছি। ফুটবল এত সহজ নয়। অলিভিয়ের জিরুডের অন্তর্ভুক্তি আক্রমণভাগ আমাদের সমস্যার সমাধান করবে না। আমি মনে করি এই মুহূর্ত ট্রান্সফার মার্কেট নিয়ে আলোচনার সঠিক সময় নয়। এটা এখন গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আমাদের হাতে যারা আছে তাদের নিয়েই সেরাটা বের করে আনা। নিজেদের মাঠে ম্যানইউর ওপর বেশ নির্দয় ছিল টটেনহ্যাম। কিক-অফ থেকে ১০.৪৮ সেকেন্ডে এরিকসেনের গোলটি ইউনাইটেডকেই শুধু হতবাক করে দেয়নি ২০১৮ সালে এটিই তাদের সবচেয়ে কম সময়ে গোল হজম। শুরুতেই পিছিয়ে পড়ে ইউনাইটেডের ম্যাচে ফিরে আসার চেষ্টার ত্রুটি ছিল না। কিন্তু ২৮ মিনিটে ফিল জোন্সের আত্মঘাতী গোলে জোশে মরিনহোর শিষ্যদের ব্যর্থতার ষোলো কলা পূর্ণ হয়। ম্যাচ শুরুর ঠিক আগেই প্যারিস সেইন্ট জার্মেইন থেকে মৌরার দলভুক্তির ঘোষণা দিয়েছিল টটেনহ্যাম। পুরো ম্যাচে তারা ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে। ৬৩ মিনিটে মরিনহো জুয়ান মাতা ও মারোনে ফেলাইনিকে বদলি বেঞ্চ থেকে উঠিয়ে এনেও সফল হতে পারেননি। যদিও মাত্র সাত মিনিট মাঠে ছিলেন ফেলাইনি। তার স্থানে এন্ডার হেরেরাকে মাঠে নামান মরিনহো। এই ঘটনায় অনেকটা ক্ষুব্ধ ফেলাইনি মাঠ থেকে বেরিয়ে এসে ডাগ আউটে না বসে জার্সি খুলে সোজা টানেল দিয়ে নীচে নেমে যান। ম্যাচে ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লীগে অভিষেক হয়েছে চিলিয়ান তারকা এ্যালেক্সিস সানচেজের। কিন্তু শুরুটা ভাল হলো না তার। ম্যাচ শেষে ম্যানইউ কোচ মরিনহো বলেন, ম্যাচটা শুরুই হয়েছিল অদ্ভুত গোল দিয়ে। কিছুক্ষণ পরই ওই গোলের প্রভাব আমরা বুঝতে পেরেছি। ঠিক যেভাবে খেলা দরকরা টটেনহম্যান সেভাবেই খেলেছে। দিনের শেষে একটা কথাই বলতে হয় আমরা দারুণ একটি দলের বিপক্ষে মাঠে নেমেছিলাম। উচ্ছ্বসিত টটেনহ্যাম কোচ মরিসিও পোচেট্টিনো বলেন, আমরা শুরু থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছি। প্রথম থেকেই ম্যাচের ওপর সমান গুরুত্ব দেয়াই আমাদের লক্ষ্য ছিল। লড়াইয়ের জন্য প্রস্তুত থাকলে ম্যাচ জেতা সহজ হয়। তার ওপর দ্রুত যদি গোল পাওয়া যায় তবে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি সহজ হয়। মূল্যবান তিনটি পয়েন্ট আমাদের শীর্ষ চারের লড়াইয়ে টিকে থাকতে সহযোগিতা করবে। আমি নিশ্চিত নতুন চুক্তিভুক্ত লুকাস মৌরা আজকের ম্যাচটি দারুণ উপভোগ করেছে।
×