ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নারীর অবমূল্যায়ন করছে আরএসএস ॥ রাহুল গান্ধী

প্রকাশিত: ০৬:৩৫, ২ ফেব্রুয়ারি ২০১৮

নারীর অবমূল্যায়ন করছে আরএসএস ॥ রাহুল গান্ধী

ভারতে কংগ্রেস পার্টির সভাপতি রাহুল গান্ধী বলেছেন, আরএসএসের লক্ষ্য হচ্ছে নারীদের ক্ষমতাহীন করা। কেউ কি জানে আরএসএসে নারীদের প্রতি অনেক নেতৃত্বের অবস্থান রয়েছে? তা শূন্যে। রাহুল শিলংয়ে সেন্ট এডমান্ডস কলেজে ভাষণ দিচ্ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। তিনি তার দলের নারীবাদী পরিচিতি তুলে ধরে বলেন, আপনারা মহাত্মা গান্ধীর ছবি দেখলে দেখবেন, তার দু’পাশেই ছিল নারীর অবস্থান। কিন্তু আপনারা মোহন ভগবতের ছবি দেখলে দেখবেন, তিনি একাকী বা তাকে ঘিরে আছে পুরুষ। গান্ধী পরিবারের এ তরুণ সদস্য অভিযোগ করে বলেন, দলটি নারীদের ক্ষমতায়ন করা থেকে অনেক দূরে অবস্থান করছে। এ জাফরানি পোষাকধারীরা আরও ক্ষমতায়ন করছে পুরুষদের। তাই তারা নির্ভয়ে এ সমাজে প্রভাব বিস্তার করবে। তিনি বলেন, আমাদের সমাজে নারীদের ব্যাপক সুযোগ রয়েছে।
×